প্রকাশিত: ১৪/০৩/২০১৭ ৯:২১ পিএম

নিউজ ডেস্ক::
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার ‍নুরে আলম মিনা বলেছেন, ‘অতি সম্প্রতি ইয়াবার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমরা বাইনেমে একটা তালিকা পেয়েছি। এতে ইয়াবা নিয়ে চার-পাঁচ ধরণের তালিকা আছে।যেমন-কারা ইয়াবা ব্যবসা করছে, কারা গ্রহণ করছে, কারা বহন করছে, কারা পৃষ্ঠপোষকতা করছে তাদের নাম রয়েছে। চট্টগ্রামের এক-দুটি উপজেলা ছাড়া বাকি উপজেলাগুলোর নাম আছে। সেই তালিকায় অনেক বর্তমান ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও পৌর কাউন্সিলরের নাম রয়েছে।তারা হয় ইয়াবা ব্যবসা করেন, না হয় এর পৃষ্ঠপোষকতা করেন।’

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ বিভিন্ন পর্ষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নুরে আলম মিনা বলেন, সবচেয়ে বেশি ইয়াবা আসছে বাঁশখালী, সাতকানিয়া, আনোয়ারা, লোহাগাড়াসহ কয়েকটি উপজেলা দিয়ে। এর মধ্যে আনোয়ারায় নদীপথে আসছে।ইয়াবা ব্যবসায়ীদের ধরাটা খুব টাফ। তাই এটি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ‘টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যন্ত নাফ নদীতে জেলেদের মাছ ধরা বন্ধ করতে পারলে ইয়াবা আসা প্রায় বন্ধ হয়ে যাবে। এসব জেলেদের মাধ্যমেই বেশিরভাগ ইয়াবা মায়ানমার থেকে বাংলাদেশে ঢুকে। তাদের যদি ওই এলাকায় মাছ ধরা বন্ধ করে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ও পশ্চিম দিকে মাছ ধরতে বলা হয় তাহলে ইয়াবা আর আসবে না।’
‘মাংসের দাম বাড়ায় গরু চুরি বেড়েছে’:
সভায় জেলার বিভিন্ন উপজেলায় সম্প্রতি গরু চুরি বাড়ার বিষয়েও আলোচনা হয়। বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও পৌরসভা মেয়ররা বক্তব্যে তাদের এলাকায় গরু চুরির বিষয়টি তুলে ধরেন।
পরে বক্তব্য দিতে গিয়ে পুলিশ সুপার বলেন, ‘বৃটিশ আমল থেকেই গরিবরা গরুকে নিজের পরিবারের সদস্য মনে করে আসছে। ইদানিং চন্দনাইশ, হাটহাজারীতে গরু চুরির ঘটনা বেড়েছে। বিভিন্ন সড়কে গরু আনার সময় ডাকাতির ঘটনা ঘটছে। আর ইটভাটা ও সড়কে যারা কাজ করছে তারা প্রটেকশন দিচ্ছে। গরুর মাংসের দাম বেড়ে যাওয়ার পর থেকে গরু চুরির ঘটনাও বেড়েছে।’
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন সভায় বিভিন্নজনের বক্তব্যে উঠে আসা সমস্যাগুলোর সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানান।

পাঠকের মতামত

মৎস্য খাতের অগ্রযাত্রায় নেদারল্যান্ডস-বাংলাদেশের যৌথ উদ্যোগ

মৎস্য খাতের টেকসই উন্নয়নে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সহযোগিতার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস সরকার। বিশেষত কৃষি ও জলজ ...

সন্তান কোলে হেলিকপ্টারে করে বিয়ে, পরকীয়ায় স্ত্রী পালানোর ‘জবাব’ দিলেন স্বামী

দাম্পত্য জীবনে বিচ্ছেদ এলে অনেকেই ভেঙে পড়েন, অনেকে দীর্ঘ সময় বিষণ্নতায় কাটান। তবে মুন্সিগঞ্জের কামাল ...

রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার করণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে বিশেষ ...

নাফ নদের ৩৩ কি.মি. ও সেন্টমার্টিন পর্যন্ত ২০ কিমিতে বসেছে ৬ রাডারসীমান্ত ও সমুদ্রে নজরদারিতে রাডার ড্রোন থার্মাল ক্যামেরা

এবার দেশের সীমান্ত ও সমুদ্র সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির নজরদারি রাডার, ড্রোন ও থার্মাল ক্যামেরা যুক্ত ...

তদন্তের নির্দেশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিকেটেকনাফে হত্যা মামলার এজাহার পাল্টে দিল পুলিশ

কক্সবাজারের টেকনাফে একটি হত্যা মামলার এজাহার পুলিশ কর্মকর্তারা পরিবর্তন করে দিয়েছেন- এমন অভিযোগে আদালতে মামলা ...