প্রকাশিত: ১৪/০৩/২০১৭ ৯:৫৬ পিএম

টেকনাফ প্রতিনিধি::

টেকনাফ থানা পুলিশের হাতে স্বরাস্ট মন্ত্রনালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ইমরান প্রকাশ পুতিয়া মিস্ত্রি গ্রেফতার হওয়ার ঘটনায় লুকোচুরি চলছে। স্থানীয় বেশ কয়েকটি সুত্র বাবা,বোন, স্ত্রী সহ হৃীলাস্হ বাড়ী থেকে ইয়াবা গড়ফাদার পুতিয়া মিস্ত্রি গ্রেফতার হওয়ার খবর নিশ্চিত করলেও টেকনাফ থানা পুলিশের ওসি ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার হওয়ার কথা জানেন না বলে জানান,তবে অভিযান পরিচালনাকারী এ,এস আই মালেক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার হওয়ার কথা স্বীকার না করলেও ইতস্ততভাবে বলেন,পরে আপনাকে বিস্তারিত জানাবো ভাই। টেকনাফ পুলিশের এই লুকোচুরি ঘটনা নিয়ে স্থানীয় জনমনে টেকনাফ পুলিশের ভুমিকা নিয়ে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সুত্রে জানা গেছে, সাধারণ মিস্ত্রী থেকে ইয়াবা বানিজ্য করে অল্প সময়ে কোটিপতির খাতায় নাম লেখায় টেকনাফের হৃীলা এলাকার আলোচিত ইয়াবা গড়ফাদার ইমরান প্রকাশ পুতিয়া মিস্ত্রী। স্বরাস্ট মন্ত্রনালয়ের তালিকায় থাকা এ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতারে পুলিশ অনেকবার অভিযান চালিয়েছে, তবে বারবার ব্যার্থ হয়েছে। এরি ধারাবাহিতায় মংগলবার বেলা ৩ টার দিকে টেকনাফ থানা পুলিশ হৃীলাস্হ পুতিয়া মিস্ত্রির বাড়ীতে অভিযান চালিয়ে পুতিয়া মিস্ত্রি,তার পিতা আজিজুল হক,স্ত্রী নাছিমা সহ কয়েকজনকে আটক করে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। স্থানীয় সুত্রে আরো জানা যায়, অভিযান পরিচালনা করছেন টেকনাফ থানার এ,এস আই মালেক। এ ব্যাপারে জানতে এ,এস,আই মালেকের মোবাইল নাম্বার (০১৮৩৭-৬৯০৭৩৬) যোগাযোগ করা হলে প্রথমে তিনি গ্রেফতারের কথা অস্বীকার করলেও পরে ইতস্ততভাবে বলেন,এ ব্যাপারে আপনাকে আমি পরে জানাচ্ছি। বিস্তারিত জানতে টেকনাফ থানার ওসি মোহাম্মদ মাঈন উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি গ্রেফতারের বিষয়ে অবগত নন বলে জানান,থানা পুলিশের এই লুকোচুরি নিয়ে স্থানীয় জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাদের ধারনা ইয়াবা ব্যবসায়ী আটকের ঘটনা হওয়া আড়াল করার চেষ্টা চলছে।,

পাঠকের মতামত

সাংবাদিক জসিম আজাদের বসতভিটা দখলের ঘটনায় বাবু সহ ৩ জন কারাগারে

কক্সবাজারের উখিয়ায় সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগে স্থানীয়ভাবে পরিচিত মাহফুজ উদ্দিন বাবু ও তাঁর দুই সহযোগীকে ...

বাঁচানো গেল না শিশু আয়মানকেও

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন শিশু আয়মান ...

চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলায় পর্যটন উন্নয়নে প্রমোশনাল পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

আয়োজক কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলা মধ্য দিয়ে কক্সবাজারের নির্বাচিত আটটি ট্যুরিজম ডেস্টিনেশনের প্রোমোশন পরিকল্পনার ...