প্রকাশিত: ০৫/০৭/২০১৭ ১০:১১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৮ পিএম

চট্টগ্রাম ব্যুরো::
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে এক হাজার পিস ইয়াবাসহ অহিদুল আলম চৌধুরী প্রকাশ অহিদ্যা নামের স্থানীয় এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বার আউলিয়া হাইওয়ে থানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক অহিদুল আলম সীতাকুণ্ডের দক্ষিণ সোনাইছড়ি ফুলতলা এলাকার মৃত এখলাসুর নুর চৌধুরীর ছেলে। তিনি সোনাইছড়ি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার এসআই ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ অহিদুল আলম চৌধুরীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

তার বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর আগেও পুলিশ তার বাড়িতে একাধিকবার অভিযান চালিয়েছে।

অহিদুল দলীয় পরিচয় ব্যবহার করে সীতাকুণ্ডের বিভিন্নস্থানে জমজমাট ইয়াবা ও ফেনসিডিল ব্যবসা চালিয়ে আসছিল। আজ তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে, সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহাজাহান বলেন, অহিদকে দলীয় কর্মকাণ্ড থেকে নিস্ক্রিয় রাখা হয়েছে। তার বিরুদ্ধে ইয়াবা পাচারসহ নানা অভিযোগ থাকায় এক বছর আগে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এই কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...