প্রকাশিত: ২৭/০৩/২০১৭ ১০:২৮ এএম

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে একটি ট্রলার থেকে ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।

রোববার রাত ৮টার দিকে সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তাসকিন রেজা।

আটক সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে জানান তিনি।

এ সময় উদ্ধার করা হয়েছে ১ লাখ ২৮ হাজার ইয়াবা এবং জব্দ করা হয়েছে আটকদের বহনকারী ট্রলারটি।

আটককৃতরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার দেবাইন এলাকার মোহাম্মদ হাকিমের ছেলে আব্দুল জলিল (৪০), আব্দুর রহমানের ছেলে মজি রহমান (১৮), মো. মাহমুদ উল্লাহর ছেলে আব্দুল মালেক (৬০) ও শহিদুল আমিন (৫০), দ্বীন মোহাম্মদের ছেলে মোহাম্মদ রফিক (৪৫), মোহাম্মদ তাসিনের ছেলে মোহাম্মদ আয়াজ (২৫) এবং মোহাম্মদ তাহেরের ছেলে মোহাম্মদ গনি (৩০)।

লে. কমান্ডার তাসকিন জানান, সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে কোস্টগার্ডের একটি দল রোববার রাতে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমার অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় ইঞ্জিনচালিত একটি কাঠের ট্রলার মিয়ানমার দিক থেকে এসে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য সংকেত দেন।

তিনি বলেন, পরে ট্রলারটিকে ধাওয়া দিয়ে মিয়ানমারের ৭ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। ট্রলারটি তল্লাশি চালিয়ে পাওয়া যায় ১ লাখ ২৮ হাজার ইয়াবা। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

সাংবাদিক জসিম আজাদের বসতভিটা দখলের ঘটনায় বাবু সহ ৩ জন কারাগারে

কক্সবাজারের উখিয়ায় সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগে স্থানীয়ভাবে পরিচিত মাহফুজ উদ্দিন বাবু ও তাঁর দুই সহযোগীকে ...

বাঁচানো গেল না শিশু আয়মানকেও

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন শিশু আয়মান ...

চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলায় পর্যটন উন্নয়নে প্রমোশনাল পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

আয়োজক কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলা মধ্য দিয়ে কক্সবাজারের নির্বাচিত আটটি ট্যুরিজম ডেস্টিনেশনের প্রোমোশন পরিকল্পনার ...