প্রকাশিত: ২০/০৭/২০১৮ ৯:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৯ এএম

ডেস্ক রিপোর্ট::
সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-১২) এর বিশেষ অভিযানে ইয়াবাসহ জিল্লুর রহমান (৫৫) নামে মাদ্রাসার প্রিন্সিপাল ও তার তিন সহযোগীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃত জিল্লুর রহমান দাদপুর এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে ও মুরাদপুর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল।

শুক্রবার (২০ জুলাই) ভোরে র‌্যাব-১২ ঢাকা-বগুড়া মহাসড়কে নলকা ইউনিয়নের দাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের
গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রিন্সিপালের তিন সহযোগীরা হলেন- আঙ্গারু গ্রামের রুহুল আমিনের ছেলে মো. নাছির উদ্দিন (২৫) ও তার ছোট ভাই মাসুদ রানা (২০) এবং দাদপুর গ্রামের আরু শেখের ছেলে আব্দুল বারিক (৪০)।

শুক্রবার বিকেলে জেলার র‌্যাব-১২ এর প্রধান কার্যালয়ে ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিবুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনের মাাধ্যমে এসব তথ্য জানান।

তিনি জানান, জিল্লুর রহমান দাদপুরের জুবা ফুড গার্ডেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক। তিনি দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসার অন্তরালে ইয়াবা বিক্রি করে আসছিলেন। তার রেস্টুরেন্টের ম্যানেজার নাছির উদ্দিন ও তার ভাই মাসুদ রানা এবং হোটেলের পার্শ্ববর্তী পান বিক্রেতা আব্দুল বারিকের মাধ্যমে ইয়াবা সরবরাহ ও বিক্রি করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে জুবা ফুড গার্ডেন এলাকায় অভিযান চালিয়ে পান দোকানদার বারিক, হোটেল ম্যানেজার নাছির ও তার ভাই মাসুদকে ১৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে দাদপুর এলাকর নিজ বাড়িতে অভিযান চালিয়ে জিল্লুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে আরও ৪শ পিচ ইয়াবা জব্দ করা হয় বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত

শাহবাগে সংবাদ সম্মেলনে কথা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। ছবি: সংগৃহীত কেন্দ্রীয় ...

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন ...

বিমান দুর্ঘটনা: চলে গেলেন আরো চার শিক্ষার্থী, মোট মৃত্যু ২৭

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষরত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ...