প্রকাশিত: ১৪/০৪/২০১৭ ৮:১৩ এএম

নিউজ ডেস্ক::

নগরের একটি আবাসিক হোটেল থেকে এক হাজার ইয়াবাসহ দুই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘হক রেসিডেন্সিয়াল’ নামে আগ্রাবাদ এলাকার একটি আবাসিক হোটেল তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুই পুলিশ সদস্য হলেন-সাতকানিয়া থানার ঢেমশা তদন্ত কেন্দ্রের পুলিশ কনস্টেবল নিশান চাকমা ও জেলা পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল সুক্রিতি চাকমা। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলায়।
ডবলমুরিং থানার এসআই আলমগীর জানান, গোপন সংবাদ পেয়ে আগ্রাবাদ এলাকায় ‘হক রেসিডেন্সিয়াল’ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে দুই পুলিশ কনস্টেবলকে এক হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গতকাল বিকালে আদালতে হাজির করলে জামিন না মঞ্জুর করে গ্রেফতার দুই পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

পাঠকের মতামত

চট্টগ্রামে ছাত্রদল ও যুবদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

চট্টগ্রামে এক যুবককে থানায় নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের সাথে শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ ...

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...