প্রকাশিত: ০৮/০৬/২০১৭ ১২:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫১ পিএম

নিউজ ডেস্ক::
নগরীর বায়েজিদ বোস্তামী থানার নতুনপাড়া থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে পাঁচটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মৃত সিদ্দিক আহমেদের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৪) ও একই উপজেলার কুলালপাড়ার মৃত সৈয়দুর রহমানের ছেলে মো. মহিবুল্লাহ প্রকাশ মাহবুব (৫৫)।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুনপাড়া থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। যার বাজারমূল্য ৬০ লাখ টাকা।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা আরও তিন সহযোগীর নাম জানিয়েছে। এদের ধরতে অভিযান অব্যাহত আছে।

পাঠকের মতামত

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...