প্রকাশিত: ২৪/০৭/২০১৭ ৮:৫৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৮ পিএম

এস. এম. তারেক::
কক্সবাজার সদরের ইসলামাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৪ জুলাই সোমবার সন্ধ্যা ৬ টা’য় ওই ইউনিয়নের পশ্চিম আওলিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম কামরুল হাসান (১০)। সে ওই গ্রামের চাঁদ মিয়ার পুত্র এবং স্থানীয় আওলিয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। সূত্র জানায়, ঘটনার দিন মৃত হাসান অসাবধানতাবশতঃ বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা উদ্ধার করে চিকিৎসকের নিকট নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই দেবাশীষ সরকার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং ইনচার্জ পরিদর্শক মোঃ খায়রুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা সংকটে কক্সবাজারবাসীর অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে: নাহিদ

বাংলাদেশ রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে কক্সবাজারের স্থানীয় মানুষের প্রতি অবিচার করছে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক ...

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত চার বাংলাদেশিকে ৩৪ বিজিবির আর্থিক সহায়তা

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার সীমান্তের বিভিন্ন সময়ে মাইন বিস্ফোরণে আহতদের সহায়তা প্রদান করছেন ৩৪ বিজিবি শুক্রবার (১৮ ...