উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১০/২০২৩ ৯:০২ এএম

চলমান ইসরায়েল-হামাস সংঘাতে ফিলিস্তিনের নাগরিকদের সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন কুয়েতের ৪৫ জন সংসদ সদস্য (এমপি)। একই সঙ্গে ‘দখলদার’ ইসরায়েলকে বয়কট করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

রোববার (৮ অক্টোবর) এক বিবৃতিতে কুয়েতের সংসদ সদস্যরা বলেন, ‘ফিলিস্তিনিদের কাছে এই ধরনের আগ্রাসন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। চলমান ঘটনা ইসরায়েলি দখলদারি অপরাধের বিরুদ্ধে এক স্বাভাবিক প্রতিক্রিয়া। এটি ফিলিস্তিনিদের আত্মরক্ষার জন্য একটি বৈধ কাজ।
কুয়েতের সংসদ সদস্যরা ইসরায়েলের দখলদারত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের সংগ্রামে সমর্থন দিতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনকে সমর্থন এবং ইসরায়েলকে বয়কটের জন্য আরব ও মুসলিম দেশগুলোর সরকারের কাছে আবেদন জানিয়ে তারা বলেন, ‘আমরা কুয়েতের জনগণের প্রতিনিধি হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দৃঢ় বিরোধী। কারণ, তারা কখনো প্রতিশ্রুতি রক্ষা করে না।’

এর আগে শনিবার কুয়েতের নাগরিকরা কুয়েত সিটির ইরাদাহ স্কয়ারে জড়ো হয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের অপারেশন আল-আকসা কার্যক্রমে একাত্মতা প্রকাশ করেন। এতে শত শত কুয়েতি নাগরিক অংশ নেন। এমনকি ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে দেশটির পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছিল কুয়েতের আবরাজ টাওয়ার।

এদিকে, ফিলিস্তিনি জনগণ এবং তাদের অধিকারের সমর্থনে কুয়েতের অবস্থানকে সাধুবাদ জানিয়েছে হামাস।

পাঠকের মতামত

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

‘গ্লোবাল রিফিউজি ফোরাম (জিআরএফ) প্রোগ্রেস রিভিউ ২০২৫’ শুরু হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ...