উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/১০/২০২৩ ৭:০৯ এএম

ইসরায়েলে গত ৭ অক্টোবর রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। পরপরই গাজায় হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। এই হামলার এক সপ্তাহ হয়ে গেছে। সংঘাতের অষ্টম দিনে সেই হামলা আরও জোরদার করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, সংঘাতের অষ্টম দিনে গাজায় প্রতি ৫ মিনিটে একজন করে ফিলিস্তিনি নিহত হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই বলছে, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক বিবৃতিতে ইউরো–মেড হিউম্যান রাইটস মনিটর বলছে, সংঘাতের অষ্টম দিনে প্রতি ১০ মিনিটে দুজন ফিলিস্তিনি নিহত হয়েছে।

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে রাস্তায় নামল ইসরায়েলিরা নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে রাস্তায় নামল ইসরায়েলিরা
শনিবার এ সংঘাতের সবচেয়ে ভয়াবহ দিন। এই দিন অন্তত ৩২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ৭ অক্টোবরের পর এ পর্যন্ত গড়ে প্রতিদিন ২৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবার স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। এতে নিহত আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। যেখানে–সেখানে পড়ে আছে লাশ। সেসব লাশ নিয়ে রাখা যাচ্ছে না হাসপাতালের মর্গেও। কেননা হাসপাতালের মর্গও এরই মধ্যে লাশে ভর্তি। এ কারণে আইসক্রিমের ট্রাকে রাখা হচ্ছে ফিলিস্তিনিদের লাশ।


এক প্রতিবেদনে এমন তথ্যই দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা। ভিডিওতে দেখা যায়, শুধু আইসক্রিমের ট্রাকে নয়, রেফ্রিজারেটর সুবিধা থাকা খাবার বহনকারী গাড়িতেও রাখা হচ্ছে লাশ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১৫টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুইটি হাসপাতালের কার্যক্রমই বন্ধ হয়ে গেছে। নিহত হয়েছেন ২৮ জন স্বাস্থ্যকর্মী। অকেজো হয়ে গেছে ২৩টি অ্যাম্বুলেন্স

পাঠকের মতামত

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

‘গ্লোবাল রিফিউজি ফোরাম (জিআরএফ) প্রোগ্রেস রিভিউ ২০২৫’ শুরু হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ...