প্রকাশিত: ২১/০৬/২০১৮ ১০:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪০ এএম

২০১৮-১৯ অর্থ বছরের বাজেট সংসদে পাশ হলে ইন্টারনেটের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর কমবে বলে আশা করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আজ বৃহস্পতিবার এক বৈঠকের পর ইন্টারনেটসহ দেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য কয়েকটি ‘সুখবর’ আসছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী।

এবারের বাজেট প্রস্তাবের পর দেশের তথ্যপ্রযুক্তিখাত সংশ্লিষ্টদের উদ্বেগ দূর করতে সরকার যৌক্তিক পদক্ষেপ নিচ্ছে জানিয়ে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: অর্থমন্ত্রীর সঙ্গে আজ বৈঠক হয়েছে। তিনি এবারের বাজেটে প্রযুক্তিখাত সংশ্লিষ্ট কয়েকটি ছোটখাটো বিষয়ের সম্পূর্ণ সমাধান করে দিয়েছেন। একই সঙ্গে তিনি আমাদেরকে কিছু নতুন সুখবরও দেবেন বলে আমরা আশা করি। বাজেট পাশ হলেই এর প্রতিফলন সবাই দেখবেন।

এবারের প্রস্তাবিত বাজেটে ইন্টারনেটের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমতে পারে ইঙ্গিত দিলেও ঠিক কত শতাংশ কমবে তা এখন বলা ঠিক হবে না জানিয়ে তিনি বলেন: এখনি ইন্টারনেটের ওপর ভ্যাট কত শতাংশ হবে তা মন্ত্রী পর্যায়ের কারও বলা উচিৎ হবে না। কারণ সিদ্ধান্তটা পার্লামেন্টে হবে। আমি শুধু এটুকু বলবো যে আমরা অর্থমন্ত্রীর সামনে যে বিষয়গুলো পেশ করেছি সে বিষয়গুলোর প্রত্যেকটির ব্যাপারে তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন।

দেশের তথ্যপ্রযুক্তিখাতের সঙ্গে দীর্ঘদিন সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তি মোস্তাফা জব্বার মন্ত্রী হওয়ার আগে থেকেই ইন্টারনেটকে ডিজিটাল বাংলাদেশের মহাসড়ক বলে আসছেন। দীর্ঘদিন ধরেই তিনি ইন্টারনেটের ভ্যাট-শুল্ক কমানোর দাবি জানিয়ে আসছিলেন।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী হিসেবেও তিনি অর্থমন্ত্রীর কাছে ইন্টারনেটের ভ্যাট-শুল্কের বিষয়ে আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন জানিয়ে বলেন: তথ্যপ্রযুক্তিখাত সংশ্লিষ্টদের হয়ে আমরা সব সময়ই প্রস্তাব দিয়ে আসছি যে ইন্টারনেটের ওপর যেনো ভ্যাট না থাকে। তবে বিষয়টি একটু জটিল। কারণ ফাইবার অপটিকস দিয়ে দেয়া ইন্টারনেট আর মোবাইল ইন্টারনেটের ভয়েজকল সহ কয়েকটি বিষয়ে পার্থক্য নিরুপন করা কিছুটা কঠিন হয়ে যায়। তবে আমি আশা করি ইন্টারনেটের বিষয়টি এখন যে অবস্থায় তার চাইতে কোন সুখবর আমরা পাবো। চ্যানেল অাই

ছবি: a2i

পাঠকের মতামত

কক্সবাজারে রহস্যময় আলো

যদি প্রশ্নটি এইভাবে করা হয় কক্সবাজার কোথায় কোনদিকে নিশ্চয় আপনার আছে তার সহজ উত্তর। কক্সবাজারে ...

বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহে সামিট গ্রুপ ও মুহাম্মদ আজিজ খানের গুরুত্বপূর্ণ অবদান

বাংলাদেশের বেসরকারি বিদ্যুৎ ও জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের মধ্যে অন্যতম মুহাম্মদ আজিজ খান, ...