প্রকাশিত: ০২/০৪/২০১৮ ৯:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪১ এএম

 

চলচ্চিত্র অভিনেতা আহমদ শরীফের ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. ইমান আলী শেখ এই রায় দেন।

গত ২০১৪ সালের ২০ জুলাই মো. মোশাররফ হোসেন সুমন নামে এক ব্যক্তি আহমদ শরীফের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ১ লাখ ৬৭ হাজার টাকা ঋণ গ্রহণের বিপরীতে বাদীকে চেক প্রদান করলে ওই চেক ডিজ অনার হয়। ফলে বাদী এন আই অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা দায়ের করেন।

আজ মামালার রায়ের দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালত আহমদ শরীফের বিরুদ্ধে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও চেকের সমপরিমাণ ১ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করে রায় দেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন মো. মিজবাহ উদ্দিন মনির। রায় প্রদানের সময় আহমদ শরীফ অনুপস্থিত ছিলেন।

পাঠকের মতামত