ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৩/২০২৪ ৪:২৯ পিএম

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে টিকতে না পেরে সেই দেশটির ১ সেনা কর্মকর্তাসহ ৩ সদস্য ফের আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

শনিবার (৩০ মার্চ )আনুমানিক ভোর ৫ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তারা। প্রবেশ করা সেনা কর্মকর্তা ও সদস্যদেরকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি নিরস্ত্র করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশে প্রবেশ করা মিয়ানমারের সেনা কর্মকর্তা ও সদস্যদেরকে নাইক্ষ্যংছড়ি ব‌্যাটেলিয়ান সদরে নিয়ে যাওয়া হয়।

মিয়ানমার সেনাবাহিনীর সাথে সেই দেশের বিচ্ছিন্নতাবাদী আরকান আর্মির সাথে দীর্ঘদিন চলমান সংঘর্ষের জেরে টিকতে না পেরে দেশটির বর্ডার গার্ড পুলিশ ( বিজিপি) ও সেনা সদস্যরা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে দফায় দফায়।

এ নিয়ে বর্তমানে বাংলাদেশে গত ৩ সপ্তাহে মিয়ানমার থেকে ১৭৭ জন বিজেপি ও সেনা বাহিনীর ৩ সদস্যসহ সবাই বান্দরবান জেলার নাইক্ষংছড়ি বিজিবি’র ব্যাটেলিয়ান সদরের স্কুলে আশ্রয়ে আছে।

বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা সাংবাদিকদের জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি ও সেনা সদস্যদের
ফেরত পাঠানোর কার্যক্রম চলছে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যসহ ৩৩০ কে গত ১৫ ফেব্রুয়ারি উখিয়ার ইনানী নৌ বাহিনীর জেডি ঘাট থেকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...