প্রকাশিত: ২৯/০১/২০১৭ ৯:১৫ এএম
কফি আনান
Single Page Top

কক্সবাজার প্রতিনিধি ::

জাতিসঙ্ঘের সাবেক মহাসচিব কফি আনান ৯ সদস্যের এই কমিশনের নেতৃত্ব দিচ্ছেন

সম্প্রতি মিয়ানমারের উত্তর রাখাইনে (আরাকান) রাষ্ট্রীয় বাহিনীর নির্যাতনের কারণে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাসহ বাংলাদেশে আশ্রিত কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থীর অবস্থা সরেজমিন দেখতে ও পরিস্থিতি পর্যবেক্ষণে আজ রবিবার দুইদিনের সফরে কক্সবাজারে আসছেন রাখাইন রাজ্যের সঙ্কট নিরসনে মিয়ানমার সরকার গঠিত কফি আনান কমিশনের নয় সদস্যের একটি প্রতিনিধি দল। আজ সকালে প্রতিনিধি দলের সদস্যবৃন্দের রাজধানী ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে এসে পৌঁছার কথা। পরে প্রতিনিধি দলের সদস্যরা উখিয়ার কুতুপালং ও বালুখালী এবং টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরে যাবেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান- প্রতিনিধি দলের সদস্যবৃন্দ আজ রবিবার ও কাল সোমবার শরণার্থী শিবির পরিদর্শন এবং তাদের সাথে কথা বলবেন। তারা আজ শহরের একটি বেসরকারী হোটেলে অবস্থান করবেন এবং কাল দুপুরে কক্সবাজার ত্যাগ করবেন। পরদিন তারা ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। তবে প্রতিনিধি দলে কফি আনান থাকবেন না। জানা যায়, রাখাইন রাজ্যের সঙ্কট নিরসনে মিয়ানমার সরকারকে পরামর্শ দিতে রাষ্ট্রীয় কাউন্সিলর আউং সান সুচির উদ্যোগে এ কমিশন গঠন করা হয়। এ কমিশনের নেতৃত্ব দিচ্ছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। তার নেতৃত্বে কমিশন সদস্যরা ইতোমধ্যে দুই দফায় রাখাইন রাজ্যের সহিংসতাপূর্ণ এলাকা পরিদর্শন করেন। তবে রোহিঙ্গাদের অভিযোগ, গণহত্যার ঘটনা প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে সেনাবাহিনীর বাধার কারণে গোলযোগপূর্ণরোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ ।

পাঠকের মতামত

Single Page Bottom

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ এ ভূষিত হলেন পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম

পর্যটন খাতের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ময়মনসিংহ ...

সাজেদা বেগমকে গর্জনিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পন

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি:: গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ...

সাংবাদিক জসিম আজাদের বসতভিটা দখলের ঘটনায় বাবু সহ ৩ জন কারাগারে

কক্সবাজারের উখিয়ায় সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগে স্থানীয়ভাবে পরিচিত মাহফুজ উদ্দিন বাবু ও তাঁর দুই সহযোগীকে ...
Single Page Footer