প্রকাশিত: ২৫/০২/২০১৭ ৮:৫৮ এএম

জেলা পরিষদের চেয়ারম্যান খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী বলেছেন, কক্সবাজার খেলাধুলাই অনেক এগিয়ে গেছে। এখানকার সন্তান মুমিনুল হক ক্রিকেটে বিশ্বে দেশের সুনাম উজ্জ্বল করছে। খেলাধুলা মানুষকে পরিচিত করে তুলে। পাশাপাশি মন-মানসিকতা ভাল রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। আগামী এক বছরের মধ্যে কক্সবাজারে ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। যাতে খেলোয়াড়রা কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে আরো তুলে ধরতে পারে। ২৩ ফেব্রুয়ারী রাতে কক্সবাজার পৌরসভা গোল্ডকাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী মাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল। টূর্ণামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক কাউন্সিলর হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, প্যানেল মেয়র জিশান উদ্দিন জিসান, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর ছালামত উল্লাহ বাবুল, কাউন্সির এসআই আকতার কামাল, কাউন্সিলর ওমর ফারুক লালু ও কাউন্সিলর মিজানুর রহমান। ফাইনালে দ্বৈত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফয়সাল-মিনহাজ, একক চ্যাম্পিয়ন হয় কক্সবাজার ব্যাডমিন্টন এসোসিয়েশনের জাহেদ খোকন (এসবেগ কোং, ইস্টার্ণ সিমেন্ট) ও অনুর্ধ্ব ৪০ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় নিপু-আজাদ । খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন কক্সবাজার সদর থানার অপারেশন অফিসার এসআই আবদুর রহিম ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক হারুনুর রশীদ। এছাড়া এবার সাবেক ১৫ জন কৃতি সাবেক খেলোয়াড়কে সম্মাননা দেয়া হয়। সম্মাননা প্রাপ্ত সাবেক খেলোয়াড়রা হলেন, এজাজুল হক ওমর (বাট্টু মিয়া, প্রফেসর সিরাজুল মোস্তফা, অধ্যক্ষ জসিম উদ্দিন, আবদুল খালেক, সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, এড. হুমায়ুন কবির দুলাল, মোঃ শাহজাহান, এড. জিয়া উদ্দিন আহমদ, জয়সেন রামু, আলতাফ হোসেন, মুজিবুর রহমান, রাশেদুল হক, আবু মোঃ রেজাউল করিম হায়দার, সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল ও আবু দাউদ নোমান।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার করণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে বিশেষ ...

নাফ নদের ৩৩ কি.মি. ও সেন্টমার্টিন পর্যন্ত ২০ কিমিতে বসেছে ৬ রাডারসীমান্ত ও সমুদ্রে নজরদারিতে রাডার ড্রোন থার্মাল ক্যামেরা

এবার দেশের সীমান্ত ও সমুদ্র সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির নজরদারি রাডার, ড্রোন ও থার্মাল ক্যামেরা যুক্ত ...

তদন্তের নির্দেশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিকেটেকনাফে হত্যা মামলার এজাহার পাল্টে দিল পুলিশ

কক্সবাজারের টেকনাফে একটি হত্যা মামলার এজাহার পুলিশ কর্মকর্তারা পরিবর্তন করে দিয়েছেন- এমন অভিযোগে আদালতে মামলা ...

ইউএনএইচসিআর ’এর প্রতিবেদনবাংলাদেশে নতুন অনুপ্রবেশকারি রোহিঙ্গা দেড় লাখের বেশি

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে সংঘাত পুনরায় শুরু হওয়ার ফলে ২০২৩ সালের ...

ব্র্যাক আয়োজিত সংলাপে নারীর কর্মসংস্থান বৃদ্ধিতে ৫ দফা সুপারিশ

সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশে ‘আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক’ কর্ম ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আশাব্যঞ্জক নয়। সম্প্রতি ব্র্যাকের ...