প্রকাশিত: ১৯/০৮/২০১৮ ১০:৩৭ এএম , আপডেট: ১৯/০৮/২০১৮ ১০:৪৫ এএম

চট্টগ্রাম- অভিনব কায়দায় প্লাস্টিক ড্রামের ভীতরে লুকিয়ে পাচারকালে নগরীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অর্ধ লাখ পিছ ইয়াবা উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  এসময় একটি ভ্যানসহ নূর মোহাম্মদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি রিক্সাভ্যান।

আজ শনিবার (১৮ আগস্ট) রাতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত নূর মোহাম্মদ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো শাখার উপ-পরিচালক শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার থেকে আসা একটি ইয়াবার চালানা চট্টগ্রাম হয়ে ঢাকায় যাচ্ছে এ খবরের ভিক্তিতে অধিদপ্তরের একটি টিম নিউ মার্কেট এলাকায় সন্দেহবাজন একটি ভ্যানগাড়ি থামিয়ে তল্লাশী করে।

প্রথমে প্যাক তল্লাশী চালিয়েও কিছু পাওয়া যায়নি। পরে খালি নীল প্লাস্টিকের ড্রামগুলো কাটার পর সেখানে কৌশলে স্কচ টেপ দিয়ে আটকানো ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।

তিনি জানান, কক্সবাজার থেকে বাসে করে ড্রামগুলো নিয়ে চট্টগ্রাম নগরীতে আসেন নুর মোহাম্মদ। শাহ আমানত সেতুর গোলচত্বর এলাকায় এসে ভ্যান ভাড়া করে। এরপর ড্রামগুলো নিয়ে স্টেশন রোডে।র দিকে যাওয়া হচ্ছিল। হয়তো ট্রেনে করে এসব অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত