প্রকাশিত: ১৬/০৫/২০১৬ ৯:৫৬ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও::
কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ৫ শতাধিক ভোটারের মাঝে ভোটাধিকার হরণ আতঙ্ক বিরাজ করছে। তারা প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে উক্ত এলাকা পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

প্রাপ্ত অভিযোগে জানা যায়, ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উল্টা খালীর পশ্চিমাংশে বসবাসরত ছৈয়দা পাড়া ও উত্তরকুল এলাকার ৫ শতাধিক ভোটার দীর্ঘ কয়েক দশক ধরে ওয়ার্ডের বর্তমান ভোট কেন্দ্র চৌধুরী পাড়া-ঘোনার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করে আসছে। আগামী ২৮ তারিখের ইউপি নির্বাচনকে সামনে রেখে গোপনে একটি মহল ঐ ৫ শতাধিক ভোটারকে উক্ত কেন্দ্র থেকে স্থানান্তর করে একই ওয়ার্ডের দূর্গম পাহাড়ী এলাকা উল্টাখালী উচ্চ বিদ্যালয়ে নতুন একটি উপকেন্দ্রে স্থানান্তর করে তাতে ভোট কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চালায়, যা বর্তমানে তদন্তাধীন। এ সংবাদে উক্ত ভোটাররা ভীত-সন্ত্রস্থ হয়ে পড়ে। কারণ নতুন উপকেন্দ্রটি দূর্গম পাহাড়ী এলাকার পাশাপাশি তাদের এলাকা থেকে ২ কিলোমিটার দূরবর্তী স্থানে। যাতে চরম ঝুঁকিতে ভোট দিতে যেতে হবে মা-বোনদের। এছাড়া তারা এর পিছনে বিশেষ প্রার্থী কর্তৃক তাদের ভোটাধিকার হরণের আশঙ্কা প্রকাশ করছে। কারণ গোপনে ঐ উপকেন্দ্র স্থাপনের পেছনে ঐ এলাকার এক প্রার্থীর প্রকাশ্য যোগসাজস রয়েছে। তাই তারা পূর্বের কেন্দ্রে তাদের ভোটাধিকার বহাল রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে বিগত ১০ মে অভিযোগ দায়ের করেছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুল ইসলাম সরেজমিনে উক্ত ভোটার এলাকা পরিদর্শন করে ভোটারদের অভিযোগ ও তাদের দাবী শুনেছেন বলে নিশ্চিত করেন ।

পাঠকের মতামত

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...

জামিন বাতিল, মহেশখালীর তোফায়েল হত্যা মামলায় ৭ জন কারাগারে

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা জুলাই অভ্যুথানে নিহত শহীদ তানভীর ছিদ্দিকীর ...

ফেসবুক পোস্ট দিয়ে ছাত্রশক্তি নেত্রীর পদত্যাগ‘জুলাইয়ে থানার বাইক চোরের কাছে অনেক সময় হেরে যাই’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার সদ্য ঘোষিত নতুন কমিটি’র ...