
নিজস্ব প্রতিবেদক :
পিয়াজের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে পিয়াজের দাম ৫০ টাকা নির্ধারন করে দেওয়া হয়েছে। কিন্ত কারো কথায় শুনছেনা মুনাফালোভী ব্যবসায়ীরা। তারা সিন্ডিকেট করে গুদামে বিপুল পরিমাণ পেয়াজ মজুত করে সংকট দেখিয়ে বেশী দামে বিক্রি করছে তারা। তাই উখিয়ার এখনো পেয়াজ বিক্রি হচ্ছে কেজি ১২০ টাকা করে।
জানা যায়,উখিয়া সদরের ৩ পাইকারী ব্যবসায়ী প্রদীপ ষ্টোরের প্রদীপ সেন,বিশ্বজিৎ ষ্টোরের তপন বিশ্বাস ও সিরাজ ষ্টোরের সিরাজ সওদাগর সিন্ডিকেট করে পিয়াজের সংকট দেখিয়ে যে যেভাবে পারছে খুচরো দোকানীর কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা গেছে,তাদের কি করার আছে, প্রশাসনতো এসব দেখছে না। ৩ ব্যবসায়ীর হাতে আমরা একপ্রকার জিম্মি। তারা ৩ জন সিন্ডিকেট করে যেভাবে বলে সেভাবেই আমাদের পিয়াজ কিনতে হচ্ছে। তাদের কাছ থেকে আমরা এখনো প্রতিকেজি পিয়াজ ১১০/১১৫ টাকায় কিনতে হচ্ছে। কিছু লাভতো আমাদের করতেই হবে। তাই আমরা পিয়াজ কেজি প্রতি ১২০ টাকায় বিক্রি করছি। আসলে তারা ৩ জন দাম কমালেই জনগন সুবিধা পাবে।তার আগে নয়।
কিন্ত তারা কবে দাম কমাবে এটাই জনগনের প্রশ্ন,আর প্রসাশনের এ ব্যাপারে কোন ভুমিকা না থাকায় স্থানীয় জনগন ক্ষুদ্ধ।
পাঠকের মতামত