বাইক দুর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তার মৃত্যু
মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. নয়ন (২৭) ...

কক্সবাজার শহর তলীর লিংকরোড় এলাকার বেতার কেন্দ্রের সামনে থেকে ১০ হাজার ইয়াবাসহ আবদুল গফুর নয়ন নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়।আটক আব্দুল গফুর নয়ন শহরের নতুর বাহারছড়া এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।
র্যাব-৭ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আশেকুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদে তাকে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি লাল রং এর স্কুল ব্যাগের ভিতর হতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। তার বিরুদ্ধে ১৯৯০(সংশোধনী ২০০৪) ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল ৯ (খ) ধারা মোতাবেক কক্সবাজার সদর মডেল থানায় মামলা হবে।
পাঠকের মতামত