প্রকাশিত: ১৬/০৮/২০১৭ ৭:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৪ পিএম

ঢাকা: ১০ দিন পালিয়ে থাকার পর প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। তারা উপজেলার লামাকাজি ইউনিয়নের পিএমসি একাডেমীর নবম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।

নেত্রকোনা জেলার পূর্বধলা থানা এলাকা থেকে তাদের আটক করে মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে থানায় হাজির করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার লামাকাজি ইউনিয়নের দোয়ারীগাঁও গ্রামের সাদ উল্লাহর ছেলে নুরুল হক ও শাখারীকোনা গ্রামের মখলিছ আলীর মেয়ে আয়েশা বেগম।

স্থানীয় সূত্র জানায়, একই ক্লাসের শিক্ষার্থী নুরুল ও আয়েশা’র মধ্যে দীর্ঘদিন থেকে মন দেয়া-নেয়া চলছিল। এনিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ উভয়ের অভিভাবককে ডেকে তাদেরকে স্কুল থেকে সরিয়ে নেয়ার জন্যে বলেন। এর পরদিনই প্রেমের টানে অজানার উদ্যেশ্যে পাড়ি দেয় নুরুল ও আয়েশা।

ঘটনার পর গত বুধবার (৯ অগাস্ট) বিশ্বনাথ থানায় অপহরণ মামলা (১০) করেন আয়েশার ভাই সিরাজুল ইসলাম। মামলার সূত্র ধরেই প্রেমিক যুগলকে আটক করে পুলিশ।

পিএমসি একাডেমীর প্রধান শিক্ষক সাধন তালুকদার জানান, ২রা অগাস্ট নুরুল ও আয়েশার মধ্যকার সম্পর্কের বিষয় নিয়ে অভিভাবক ও ম্যানেজিং কমিটির সমন্বয়ে আমরা সভা করে তাদেরকে এ বিদ্যালয়ে পাঠদান করাতে অপরাগতা প্রকাশ করি। কারণ, তাদের বিষয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেনে গিয়েছিল।

একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল কাইয়ূম ২ অগাস্টের সভার সত্যতা স্বীকার করে বলেন, অভিভাবকদের উপস্থিতিতে নিয়মতান্ত্রিকভাবে নুরুল ও আয়েশাকে একাডেমি থেকে বের করে দেয়া হয়।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই জহির জানান, মামলার প্রেক্ষিতে নুরুল ও আয়েশাকে নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে, এটি অপহরণ না প্রেমঘটিত, তদন্ত শেষে তা জানা যাবে। আগামীকাল বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...