প্রকাশিত: ২৫/০৬/২০১৭ ৮:১৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৬ পিএম

জসিম উদ্দিন টিপু,টেকনাফ::

টেকনাফে দমদমিয়া ন্যাচারপার্ক এলাকায় দিনদুপুরে সশস্ত্র হামলায় মামা-ভাগিনা আহত ও দোকানপাট লুটের ঘটনা ঘটেছে। আহত মামা-ভাগিনাকে জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সুত্র জানায়, ২৪ জুন দুপুর আড়াইটার দিকে হ্নীলা দমদমিয়া ন্যাচারপার্ক এলাকায় আপন ভাগিনাকে মারধরের কারণ জিজ্ঞাসা করায় রোহিঙ্গা নাগরিক তালিকাভুক্ত মানবপাচারকারী আব্দুস সোবহান, স্ত্রী ছেমন বাহার, পুত্র জোবায়ের, ইউনুছ, পুত্রবধু দিলারা, ইসমত আরার নেতৃত্বে সশস্ত্র নারী-পুরুষ দা-কিরিচ, লোহার রড় ও লাঠি সোটা নিয়ে একই এলাকার কবির আহমদের পুত্র ইদ্রীছ (২৫) তাঁর ভাগিনা জাভেদ (১৬) কে ব্যাপক মারধর করে গুরুতর আহত করেছে। হামলাকারীরা ইদ্রীছের মালিকানাধীন দোকান লুটপাট চালিয়েছে। উপস্থিত লোকজন আহত মামা-ভাগিনাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যায়। হাসাপাতালেও হামলাকারীরা আহতদের উপর আবারো হামলা করতে চাইলে সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাজান মিয়া লোক পাঠিয়ে তাদের উদ্ধার করেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আহত দুইজনকে কক্সবাজার হাসপাতালে রেফার করেছেন। বর্তমানে তাদেরকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে আহত ইদ্রিসের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। স্থানীয় ছুরুত আলম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, সশস্ত্র নারী-পুরুষ হামলা চালিয়ে ইদ্রিছ এবং তার ভাগিনাকে পিটিয়ে রক্তাক্ত করে প্রকাশ্যে দোকানপাট লুটপাট চালিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাঈন উদ্দিন খাঁন জানান, অভিযোগ দিলে পুলিশ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কোরিয়ার ৫০ লাখ ডলার অনুদান

কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৫০ লাখ মার্কিন ...

পল্লীবিদ্যুৎকে দায়ী করছে বনবিভাগবৈদ্যুতিক ফাঁদে উখিয়ায় বন্যহাতি নিধন

কক্সবাজারের উখিয়ায় আবারো বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার রাজাপালং ...

টেকনাফে বাজার সমুহে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান জোরদারের দাবী

টেকনাফের বিভিন্ন বাজার সমূহে প্রতিনিয়ত যানজটে জনজীবন অতীষ্ট হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। যানজটের জন্য ব্যবসায়ীসহ ...