প্রকাশিত: ০৮/১২/২০১৬ ৭:৪৭ এএম , আপডেট: ০৮/১২/২০১৬ ৯:২৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক:
উখিয়ায় হাসপাতাল থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় ৪ জনকে আসামী করে মামলা রুজু। ৭ ডিসেম্বর (বুধবার) দুপুরে ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর মা বাদী হয়ে রাজাপালং ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার কালু মিয়া ওরফে কালু মিস্ত্রির পুত্র গিয়াস উদ্দিন (২৫) কে প্রধান আসামী করে ৩ জনকে অজ্ঞাত বলে মামলাটি নথিভূক্ত করা হয়েছে বলে জানান উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের।

জানা যায়, সোমবার রাতে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মায়ের সঙ্গে হাসপাতালে অবস্থান করছিলেন সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়–য়া মেয়েটি। রাত ১ টার দিকে হাসপাতালের ওয়াশরুম থেকে মায়ের কাছে ফেরার পথে ৫/৬ জন দূর্বৃত্ত অস্ত্রের মুখে মেয়েটিকে তুলে নিয়ে যায়। পরে ঘটনার ঘন্টা-দেড়েক পর স্থানীয়রা হাসপাতাল সংলগ্ন কবরস্থান এলাকা থেকে মেয়েটিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেছে।

পরিবারের অভিযোগ, স্কুলপড়–য়া মেয়েটিকে দূর্বৃত্তরা তুলে নিয়ে গণধর্ষণের শিকার হয়েছে। পরে মঙ্গলবার সকালে অজ্ঞাত ২/৩ জন যুবক হাসপাতালে এসে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকী দিয়েছে। এ নিয়ে তারা মঙ্গলবার দিন থানায় মামলা করতে সাহস পাননি।
অভিযোগ উঠা ধর্ষণের শিকার হওয়া মেয়েটির শারীরিক পরীক্ষা করতে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ঘটনার সময় দায়িত্বরত হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতে ঘটনার সময় নাইট গার্ডের দায়িত্বে থাকা মোজাম্মেল ও রাশেদের কথা-বার্তায় ব্যাপক অমিল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ঘটনায় জড়িত অপরাধীদের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে।

ঘটনার ব্যাপারে করণীয় নির্ধারণে বুধবার বিকালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানান আদিল।

এদিকে পুলিশ ঘটনার তদন্তপূর্বক আসামীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের।সিএসবি

পাঠকের মতামত

বাঁকখালীতে উচ্ছেদ অভিযান – প্রশাসনকে লক্ষ্য করে হা’ম’লায় পুলিশ সদস্য আহত

কক্সবাজারের বাঁকখালী নদীতে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে প্রশাসনকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় ...

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ, পদক্ষেপ জানাতে হাইকোর্টের নির্দেশনা

দেশের পর্যটন রাজধানী কক্সবাজারের প্রবেশদ্বার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রতিদিন হাজার হাজার যাত্রী, পণ্যবাহী ট্রাক, পর্যটন বাস ...

আইএফআইসি ব্যাংক: পর্ষদ পুনর্গঠনের পর আমানত বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

দেশের ব্যাংক খাতে তারল্য সংকট সত্ত্বেও আইএফআইসি ব্যাংক পিএলসিতে আমানত ক্রমাগত বাড়ছে। দেশের ব্যাংক খাতে ...