প্রকাশিত: ০৮/১২/২০১৬ ৭:৪৭ এএম , আপডেট: ০৮/১২/২০১৬ ৯:২৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক:
উখিয়ায় হাসপাতাল থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় ৪ জনকে আসামী করে মামলা রুজু। ৭ ডিসেম্বর (বুধবার) দুপুরে ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর মা বাদী হয়ে রাজাপালং ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার কালু মিয়া ওরফে কালু মিস্ত্রির পুত্র গিয়াস উদ্দিন (২৫) কে প্রধান আসামী করে ৩ জনকে অজ্ঞাত বলে মামলাটি নথিভূক্ত করা হয়েছে বলে জানান উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের।

জানা যায়, সোমবার রাতে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মায়ের সঙ্গে হাসপাতালে অবস্থান করছিলেন সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়–য়া মেয়েটি। রাত ১ টার দিকে হাসপাতালের ওয়াশরুম থেকে মায়ের কাছে ফেরার পথে ৫/৬ জন দূর্বৃত্ত অস্ত্রের মুখে মেয়েটিকে তুলে নিয়ে যায়। পরে ঘটনার ঘন্টা-দেড়েক পর স্থানীয়রা হাসপাতাল সংলগ্ন কবরস্থান এলাকা থেকে মেয়েটিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেছে।

পরিবারের অভিযোগ, স্কুলপড়–য়া মেয়েটিকে দূর্বৃত্তরা তুলে নিয়ে গণধর্ষণের শিকার হয়েছে। পরে মঙ্গলবার সকালে অজ্ঞাত ২/৩ জন যুবক হাসপাতালে এসে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকী দিয়েছে। এ নিয়ে তারা মঙ্গলবার দিন থানায় মামলা করতে সাহস পাননি।
অভিযোগ উঠা ধর্ষণের শিকার হওয়া মেয়েটির শারীরিক পরীক্ষা করতে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ঘটনার সময় দায়িত্বরত হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতে ঘটনার সময় নাইট গার্ডের দায়িত্বে থাকা মোজাম্মেল ও রাশেদের কথা-বার্তায় ব্যাপক অমিল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ঘটনায় জড়িত অপরাধীদের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে।

ঘটনার ব্যাপারে করণীয় নির্ধারণে বুধবার বিকালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানান আদিল।

এদিকে পুলিশ ঘটনার তদন্তপূর্বক আসামীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের।সিএসবি

পাঠকের মতামত

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক-এর উদ্যোগে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস পালিত

তিন শতাধিক মানুষের অংশগ্রহণে কক্সবাজার সমুদ্র সৈকতে ব্যতিক্রমী ‘বিচ ক্লিনআপ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত পর্যটন নগরী কক্সবাজারকে ...

উখিয়ায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা প্রাপ্তি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ায় অনগ্রসর এলাকার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কমিউনিটি ক্লিনিকে সেবা প্রাপ্তি বিষয়ক পরিকল্পনা ...

নাইক্ষংছড়ি থানার ওসি ও দলের নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতার মামলা বাণিজ্যের অডিও ফাঁস!

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়িতে থানার অফিসার ইনচার্জ(ওসি) ও দলের নাম ভাঙ্গিয়ে সাবেক উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমানের ...

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...