ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৫/২০২৪ ৬:৫১ পিএম

কক্সবাজার সদর হাসপাতালে জনবল নিয়োগের ভাইবা পরীক্ষায় প্রক্সি দিতে এসে মোঃ দেলোয়ার হোসেন নামের এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে হাসপাতাল কতৃপক্ষ।

রবিবার(১২ মে) বিকেলে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই সদস্যদের দেয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর হাসপাতালে অনুষ্ঠিত ভাইবা পরীক্ষায় তাকে আটক করা হয়।

জানা যায় উপাল শরীফ নামক একজন পরীক্ষার্থীর পরিবর্তে মোঃ দেলোয়ার হোসেন নামের এই যুবক প্রক্সি ভাইবা পরীক্ষা দিতে এসে আটক হয়। তবে আটক দেলোয়ার হোসেন পালিয়ে গেছে বলে জানিয়েছেন হাসপাতালের এক নিরাপত্তা কর্মী।

প্রক্সি পরীক্ষায় অংশ নেয়া দেলোয়ার হোসেন রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ শাহ অমজির পাড়া এলাকার বাসিন্দা বলে জানা যায়।

এই বিষয়ে কথা বলতে হাসপাতাল তত্বাবধায়ক মং টেং ঞোঁ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কলটি কেটে দেন। সুত্র: টিটিএন

পাঠকের মতামত

পাহাড়ে ঝর্ণা দেখতে গিয়ে পানির স্রোতে ভেসে গেল উখিয়ার মেহরাব

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থিত ফাত্রাঝিড়ি ঝর্ণা দেখতে গিয়ে পানির প্রবল স্রোতে ...