প্রকাশিত: ০৮/০৭/২০১৭ ৯:৩৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর রোগমুক্তি কামনা করে এক দোয়া মাহফিল উখিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্টিত হয়। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলা উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলের সার্বিক তদারকি করেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। তিনি জানান, সকালে খতমে কোরআন ও দুরুদ পড়া হয়। বিকালে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন উখিয়া ষ্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান। দোয়া মাহফিলে আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর শারিরীক সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়। এছাড়া সম্প্রতি বন্যায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্যও বিশেষ দোয়া কামনা করা হয়।

পাঠকের মতামত

রামু সহিংসতার ১২ বছর আজ

মামলায় আসামী করা হয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের, প্রত্যাহারের দাবি রামু সহিংসতার ১২ বছর আজ। ঘটনার পর ...

ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে মিয়ানমারের ১২০ সেনা ও সীমান্তরক্ষী সদস্যকে

দুই দেশের দূতাবাসের প্রচেষ্টায় বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত ...