প্রকাশিত: ০৩/০৯/২০১৬ ৬:১৭ পিএম , আপডেট: ০৩/০৯/২০১৬ ৬:২০ পিএম

Shahid Pic 03-09-2016শহিদুল ইসলাম, উখিয়া ::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর উখিয়ার সম্প্রীতি সমাবেশের ভাষণে উখিয়াবাসীর প্রতি দেয়া উখিয়া উচ্চ বিদ্যালয়কে সরকারি করণের প্রতিশ্র“তি বাস্তবায়ন করায় শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য এক আনন্দ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালী ও সমাবেশে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। আনন্দ মিছিল পরবর্তী উখিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ছাত্রছাত্রী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি বলেন, উখিয়ার গণমানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী বাস্তবায়ন করতে পেরে আমি আনন্দ অনুভব করছি। তবে এ স্কুলের শিক্ষকের প্রতি আমার দাবী থাকবে স্কুলের পড়ালেখার গুণগতমান আরো বাড়াতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক দিক দিয়ে জেলাভিত্তিক প্রতিযোগীতায় কৃতিত্ব অর্জন করতে পারলে মনে করব আমার স্বার্থকতা। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, হাতে গুনা জঙ্গিদের নাশকতায় জাতির উন্নয়ন ঠেকাতে পারবে না। তিনি জঙ্গিবাদ, সন্ত্রাসী ও নাশকতায় জড়িতদের প্রতি সর্তক দৃষ্টি রাখার জন্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। এর আগে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়–য়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া। এর আগে প্রধান অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন নবম শ্রেণির ছাত্রী জান্নাতুন শাহেরীন নয়ন। উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য একরামুল হক, দিদারুল আলম, হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, রতœাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী। পরে সভা মঞ্চে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গান পরিবেশন করে অনুষ্ঠানকে মাতিয়ে তুলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুর রহমান ও মৌসুমী বড়–য়া।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি বিওপির মাদকবিরোধী অভিযানে ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ...

উখিয়ায় এইচএসসি ফল বিপর্যয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা

উখিয়ার দুটি কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় ফলাফল আশানুরূপ হয়নি। শিক্ষার্থীদের পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ...

৪৮তম বিসিএস (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত উখিয়ার সন্তান নুরুল আবছার

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার কৃতিসন্তান নুরুল আবছার ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ...

সপ্তাহে ২ দিন ছুটির সুবিধাসহ অফিসার পদে নিয়োগ, কর্মস্থল কক্সবাজার

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সম্প্রতি ইনফরমেশন ম্যানেজমেন্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ...