প্রকাশিত: ০৫/০২/২০১৭ ১:২১ পিএম

এম. বশর চৌধুরী উখিয়া::
বান্দরবান জেলা স্যানিটারী ইন্সপেক্টর সুজন বড়–য়ার বিরুদ্ধে আনা যৌনহয়রানীর অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে প্রমানিত হয়েছে। অভিযোগের তদন্তের জন্য সিভিল সার্জনের নেতৃত্বে তদন্ত কমিটি গঠিত হয়। অভিযোগের প্রাথমিক তদন্তের পর বান্দরবান সিভিল সার্জন ডাঃ উদয় শংকর চাকমা স্বাক্ষরিত প্রতিবেদনে একথা জানিয়েছেন। তদন্ত প্রতিবেদনে সিভিল সার্জন উল্লেখ করেছেন সুজন বড়–য়ার বিরুদ্ধে আনা যৌনহয়রানীর অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। বিগত ৩১/০১/২০১৭ খ্রীঃ তারিখে সকাল ১০.০০ ঘটিকায় সিভিল সার্জনের উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, লামা এর কার্যালয়ে তদন্ত কার্যক্রমে অভিযোগকারী মাধবী লতা আসাম লিখিত বক্তব্য প্রদান করেন। প্রাথমিক তদন্তে অভিযোগকারী/বাদী অভিযোগের স্বপক্ষে কোন তথ্য উপাত্ত, প্রমনাদি, আনুষাঙ্গিক কাগজপত্র, অভিযোগের সমর্থনে তদন্ত কর্মকর্তাকে দেখাতে পারেননি। ২৮/১২/২০১৬ ইং তারিখে আনা অভিযোগের এক মাস পর তদন্ত হলেও অভিযোগের সমর্থনে কাগজপত্র দাখিল করতে না পারা রহস্যজনক। প্রাথমিক তদন্তে অভিযোগটি উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়। ২০১৪ সালের ঘটনা উল্লেখ করে বিনা তথ্য প্রমানে অভিযোগ দাখিল করে জেলা স্যানিটারী ইন্সপেক্টর জনাব সুজন বড়–য়াকে হয়রানী ছাড়া আর কিছুই নয়। এব্যাপারে সিভিল সার্জন ঘটনা/তদন্তের সত্যতা নিশ্চিত করেছেন। জনাব সুজন বড়–য়া এবিষয়ে বলেন বান্দরবান থেকে চলে যাওয়ার জন্য অভিযোগকারী পদোন্নতির সুবিধার্থে এই অভিযোগ করেছেন বলে তিনি মনে করেন। অভিযোগকারী তার মায়ের বয়সী বলে জানান। অভিযোগকারী মাধবী লতা আসামের বয়স ৪৫ উর্ধ্বে।

পাঠকের মতামত

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...

রাজাপালং ইউপি’র উপ নির্বাচনে প্রতীক পেলেন চার চেয়ারম্যান প্রার্থী

উখিয়ার রাজাপালং ইউপির উপ নির্বাচনে অংশ নেওয়া চার চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী প্রতীক পেয়েছেন। বৃহস্পতিবার (১১ ...

আইনি লড়াইয়ে প্রার্থীতা ফিরে পেলেন হুমায়ুন কবির চৌধুরী

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উপনির্বাচনে মহামান্য হাইকোর্টের রাযে কক্সবাজার জেলা নির্বাচন অফিস কর্তৃক বাতিলকৃত মনোনয়ন ...