উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/১০/২০২২ ১:৫৩ পিএম , আপডেট: ২৭/১০/২০২২ ২:৪০ পিএম

সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সৌদি গেমস-২০২২ এর আয়োজক কমিটির সভাপতি আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে ২৮ অক্টোবর তিনি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অবলোকন করবেন।

এর আগে তিনি ২৭ অক্টোবর অভ্যাগত অতিথিদের সম্মানে আয়োজক কমিটি আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন সেনাপ্রধান। এ সময় তিনি সৌদি ন্যাশনাল গেমসের আয়োজক কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান ৩০ অক্টোবর দেশে ফিরবেন।

পাঠকের মতামত

মানবাধিকার রক্ষায় স্বোচ্চার দেশগুলোই মিয়ানমারে বিনিয়োগ করছে: পররাষ্ট্রমন্ত্রী

মানবাধিকার রক্ষায় স্বোচ্চার দেশগুলোই মিয়ানমারে বিনিয়োগ করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল ...

রোহিঙ্গাদের ফেরাতে নিরাপত্তা পরিষদের সমর্থন চাইলো বাংলাদেশ

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত বলেছেন, আমরা জাতিসংঘ, আসিয়ান এবং আঞ্চলিক ...

কেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষকের কাজে বাধা দিলে ৭ বছরের সাজা

মন্ত্রিসভাকক্ষে মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা বৈধভাবে সাংবাদিক ও ...