প্রকাশিত: ২২/০১/২০১৭ ১০:৫১ এএম

নুর মোহাম্মদ, সেন্টমার্টিন ::
সেন্টমার্টিনের ১০ শষ্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন পু চু নু । শনিবার দুপুরে দ্বীপের হাসপাতালের ডাক্তার ও নার্সসের সঙ্গে এক আলোচনা সভায় মিলিত হন। এতে উপস্থিত ছিলেন সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ, টেকনাফ উপজেলার স্বাস্থ্ ওপরিবারপরিকল্পনা অফিসার সুমন বড়–য়া, সেন্টমার্টিন বি এন ইসলামিক স্কুল কলেজের প্রভাষক উজ্জল ভৌমিক, সেন্টমার্টিন ইউনিয়ন আ’লীগের সভাপতি মুজিবুর রহমান, প্যানেল চেয়ারম্যান ২ আব্দুর রউফ, সেন্টমার্টিন মেডিকেল অফিসার ডা. মুজিবুল হক, সহকারী মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম, সাংবাদিক এম,এ,রহিম জেহাদী, ব্যবস্যায়ী মোক্তার আহমদ, দ্বীপের উপ-সহকারী  মেডিকেল অফিসার ডাঃ সৈকত হাসান ও সাবেক মেম্বার শামসুল ইসলাম প্রমুখ।
এসময় জেলা সিভিল সার্জন পু চু নু বলেন, এখন থেকে সেন্টমার্টিন ১০ শষ্যা হাসপাতাল নিয়মিত ডাক্তার নার্স রাখার ব্যবস্থা করা হচ্ছে। দ্বীপে জরুরী ঔষুধ ও বিভিন্ন মালামালের সমস্যা সমাধান করার ব্যবস্থা নিচ্ছে বলে দাবি তার।

পাঠকের মতামত

উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদ চাচি শাশুড়িকে মা বানিয়ে বাংলাদেশি হতে চান রোহিঙ্গা যুবক!

রোহিঙ্গা যুবক সাহাব উদ্দিন (২৪) বিয়ে করেছেন বাংলাদেশি নারী খুরশিদা আক্তারকে। তাদের ঘরে জন্ম নিয়েছে ...

সেন্ট মার্টিনে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে সরকার

সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অংশ হিসেবে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ গ্রহণ ...