মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া
প্রকাশিত: ১৭/০৮/২০২২ ৯:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০২২ ৯:৫৫ পিএম

দীর্ঘদিন পর ঐক্যবদ্ধভাবে কক্সবাজারের উখিয়ার রাজপথে শক্তি প্রদর্শন করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

বুধবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় কোট বাজারে বিক্ষোভ মিছিল বের করে উখিয়া উপজেলা আওয়ামী লীগ। মিছিলটি কোট বাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন৷ মিছিল শেষে কোট বাজার মধ্য স্টেশনে পথসভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরুল হুদা। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

পথসভায় উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বিএনপি-জামায়াতকে সর্তক করে বলেন, এই আগস্টে উখিয়ার শান্ত পরিবেশকে অশান্ত করবেন না৷ আগস্ট মাস শোকের মাস তাই চুপ করে আছি৷ তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি৷

উক্ত বিক্ষোভ মিছিল ও পথসভায় যোগ দেন বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা৷

পাঠকের মতামত

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...