প্রকাশিত: ২৫/০৪/২০১৮ ১১:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪২ এএম

নিউজ ডেস্ক:;
চট্টগ্রাম জেলার সাতকানিয়া থেকে অপহৃত ৭ বছরের শিশু তসলিমা আক্তার মাইশাকে অপহরনের চার দিন পর কক্সবাজারের চকরিয়া থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে র‌্যাব-৭ এর একটি দল চকরিয়ার পালাকাটা এলাকা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এসময় অপহরণে যুক্ত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়। আটকরা হলেন, চকরিয়ার পালাকাটা গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও একই গ্রামের বদিউল আলমের ছেলে মো: মমিনুল ইসলাম (১৯)। উদ্ধার হওয়া মাইশা সাতকানিয়ার দাইমারখীল গ্রামের আব্দুল গফুরের কন্যা।
র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো: রুহুল আমিন জানান, গত ১৯ এপ্রিল বিকেল ৫ টার দিকে সাতকানিয়া থানার সাতকানিয়া রাস্তারমাথা এলাকায় নিজ বাড়ির সামনে খেলতে যাওয়ার পর থেকে রিক্সাচালক মোঃ আব্দুল গফুর এর শিশু কন্যা তসলিমা আক্তার মাইশাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় গত ২০ এপ্রিল আব্দুল গফুর র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই লিখিত অভিযোগে তিনি জানান, তার শিশু কন্যা তসলিমা আক্তার মাইশাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা এবং মোবাইল নম্বর ০১৬৩৬৫৫০৮৩৯ হতে ফোন করে মুক্তিপণ বাবদ প্রথম পর্যায়ে ২ লাখ টাকা এবং শেষ পর্যায়ে ৭০ হাজার টাকা দাবি করা হয়। দাবীকৃত মুক্তিপণের টাকা না পেলে তারা শিশুটিকে হত্যা করার হুমকি দেয়। এর প্রেক্ষিতে শিশুটিকে উদ্ধারের লক্ষে ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে তাঁর নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে অপহরণের সাথে জড়িত দুই জনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ অপহরণে যুক্ত থাকার বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করেছে। মুক্তিপণের জন্য তারা এ অপহরণে ঘটনা ঘটিয়েছে বলে জানায়। উদ্ধার হওয়া মাইশা এবং আটক অপহরণকারীদের সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।সুত্র:: কক্সবাজার

পাঠকের মতামত

দেশে প্রথমবারের মতো কক্সবাজার রেল স্টেশনে বসলো স্ক্যানার

দেশে প্রথমবারের মতো স্ক্যানার বসানো হলো কক্সবাজার রেল স্টেশনে। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের স্ক্যানার ...

কক্সবাজারের ট্রেন দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফিরল শিশু আতাউল্লাহ

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আতাউল্লাহ ...

কক্সবাজারে দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান, তোলপাড়

কক্সবাজারের অজ্ঞাত স্থানে দেয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘হাঠাও ইউনুস, বাঁচাও দেশ’ স্লোগান লেখা নিয়ে আইনশৃঙ্খলা ...