ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ১০:২০ পিএম

টানা চতুর্থ দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে কোটা সংস্কারের দাবিতে নগরের ষোলশহর রেলস্টেশন অবরোধ করেন কোটাবিরোধী আন্দোলনকারীরা।

সোমবার (৭ জুলাই) বিকাল ৩টায় নগরের ষোলশহর রেলস্টেশনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস আটকা ছিল আধঘণ্টা। পরে বিকাল ৪টার দিকে তারা দুই নম্বর গেট মোড় এলাকায় জড়ো হন।

রেলওয়ে স্টেশন মাস্টার মনিরুজ্জান সিভয়েস২৪’কে বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে ষোলশহর স্টেশনে প্রায় ৩০ মিনিট আটকা ছিল ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস।’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বলেন, ‘বিকাল ৪টা থেকে দুই নম্বর গেট এলাকায় ১০ মিনিটের জন্য অবস্থান নিয়েছিল আন্দোলনকারীরা। এরপর লালখানবাজারের দিকে অগ্রসর হতে থাকে। ছাত্রদের অবস্থানের সময় সাময়িক যানচলাচল বন্ধ ছিল।’

অন্যদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যায় আন্দোলনকারীদের মিছিল টাইগারপাস এলাকায় অবস্থান করে। বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামত উল্লাহ্‌ বলেন, ‘শিক্ষার্থীরা টাইগার পাস এলাকায় অবস্থান নিয়েছে।

পাঠকের মতামত

চট্টগ্রামে গ্রেপ্তার ‘ভুয়া সাংবাদিক’ সেই যুবদল নেতা, গেস্ট হাউসে চাঁদাবাজির ঘটনায় মামলা

চট্টগ্রামে এক প্রতারক সাংবাদিকের ছদ্মবেশে গেস্ট হাউসে ঢুকে তল্লাশি চালিয়ে চাঁদা দাবি করেছিলেন, তবে শেষ ...