প্রকাশিত: ০৫/০৮/২০১৬ ৮:২৪ এএম

149106_1ময়ময়সিংহ: ময়মনসিংহের নান্দাইলে র‌্যাবের টহল দলের ওপর বোমা হামলা ও গুলিবর্ষণ করে আসামি ছিনিয়ে নেয়ার সময় ‘বন্দুকযুদ্ধে’ শোলাকিয়ায় পুলিশ হত্যা মামলার আসামি শফিউল ইসলাম ওরফে ডন নিহত হয়েছেন। এসময় অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা ডাঙরিপাড়ায় এলাকায় আবদুল রফিকের ইটখোলায় র‌্যাব-১৪ এর সঙ্গে এ বন্দুকযুদ্ধ হয়।

নিহত শফিউল ইসলাম ওরফে ডন কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার আসামি।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান গণমাধ্যমে এসএমএসে পাঠিয়ে বন্দুকযুদ্ধের তথ্য জানান।

পরে তিনি বলেন, ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখে জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে গুলি, বোমা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এছাড়া গুলি ও বোমায় তিন র‌্যাব সদস্য আহত হয়েছেন বলেও জানান মুফতি মাহমুদ খান।

গত ৭ জুলাই ঈদের সকালে শোলাকিয়ার ওই জঙ্গি হামলায় দুই পুলিশসহ চারজন নিহত হয়। হামলার পরপর পুলিশের অভিযানে দিনাজপুরের মাদ্রাসা ছাত্র শফিউল গুলিবিদ্ধ অবস্থায় র‌্যাবের হাতে আটক হন।

এরপর থেকে শফিউল র‌্যাব হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শফিউলের বাবার নাম আবদুল হাই, বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট থানার সিংড়া ইউনিয়নের দেবিপুরে।

অপর একটি সূত্রে জানা গেছে, এই বন্দুকযুদ্ধে শফিউল ছাড়াও অপর একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পাঠকের মতামত

আরও ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে আট হাজারের মতো রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। মিয়ানমার থেকে ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনএইচসিআরের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি সোমবার প্রধান উপদেষ্টাকে ফোন করলে ড. ইউনূস বাংলাদেশে আশ্রিত ...

সাবেক এমপি হাজী সেলিম আটক

ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (১ ...