প্রকাশিত: ২৬/০৫/২০২২ ৮:৪৮ এএম , আপডেট: ২৬/০৫/২০২২ ৮:৫১ এএম


চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযানে যাওয়া একদল র‌্যাব সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন র‌্যাব সদস্য আহত হয়েছেন।

র‌্যাব জানিয়েছেন, উদ্দেশ্যমূলকভাবে পরিস্থিতি সৃষ্টি করে আকস্মিকভাবে হামলা চালানো হয়।

বুধবার (২৫ মে) সন্ধ্যা ৭টায় উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, ‘আমাদের একটি টিম মিরসরাইয়ে অভিযানে গিয়েছিল। অভিযানের শুরুতেই কিছু দুষ্কৃতিকারী উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়িয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি করে হামলা চালিয়েছে। এতে আমাদের দু’জন সদস্য আহত হয়েছেন। পরে খবর পেয়ে আমাদের আরও টিম ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

স্থানীয়রা জানান, হামলার সময় র‌্যাব সদস্যের বহনকারী একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা এম এ ইউসুফ

পাঠকের মতামত

প্রকাশিত সংবাদের বিরুদ্ধে চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের প্রতিবাদ

কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আমাদের কক্সবাজার কতৃক আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউনিয়ন পরিষদ থেকে নোটিশ ...

উখিয়ায় শহীদ এটিএম জাফর আলম শিক্ষা বৃত্তি ও সম্মাননা প্রধান অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজারের উখিয়ার বীর মুক্তিযোদ্ধা শহীদ এটিএম জাফর আলম চৌধুরী ফাউন্ডেশন স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৯ এর পুরস্কার ...