প্রকাশিত: ০৯/০৯/২০১৭ ৯:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৮ পিএম

শফিক আজাদ, উখিয়া নিউজ ডটকম::
মিয়ানমারের রাখাইন (আরকান) রাজ্যে সেনা ও বিজিপি নির্যাতনের শিকার হয়ে জীবনের ঝুকি নিয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সার্বিক অবস্থা দেখতে রোবাবার বিকেল সাড়ে ৪টায় কুতুপালং রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক টিম।

কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক টিমের কুতুপালং সফর

টিমের লিডার কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল শামীম নেতৃত্বে বস্তি পরির্দশন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের দুর্যোগ ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্ধি, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কক্সবাজার-রামু আসনের সাংসদ সাইমুন সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী রাজা, সাবেক কেন্দ্রীয় নেতা রমযান আলী, জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান, ইউনূছ বাঙ্গালী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা শাহজাদা মহিউদ্দিন, বাবু প্রশান্ত ভূষণ বড়ুয়া, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমদ জয়, উপজেলা আওয়ামীলীগ নেতা মাহাবুবুর রহমান মাবু, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন তানিম, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইমরুল রাশেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা রিয়াজুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন প্রমূখ। রোহিঙ্গা বস্তি পরিদর্শন শেষে নেতৃবৃন্দরা বলেন মাননীয় প্রধানমন্ত্রী,দলীয় সভানেত্রী শেখ হাসিনা সরকার মানবিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। বর্তমানে রোহিঙ্গা সমস্যা সমাধানে কুটনৈতিক ভাবে তৎপরতা চালানো হচ্ছে যাতে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। তবে এর আগ পর্যন্ত সরকার তাদের আশ্রয় দিয়েছে। এ ব্যাপারে স্থানীয় নেতাকর্মীদেরও সজাগ থাকার আহবান জানান সফরকারী টিমের নেতৃবৃন্দরা।

পাঠকের মতামত

কক্সবাজারে নামাজ পড়তে যাওয়ার পথে, দ্রুত গতির মোটরসাইকেল কেড়ে নিলো প্রাণ

কক্সবাজার শহরের কলাতলির ওশান প্যারাডাইজ হোটেলের সামনের প্রধান সড়কে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। ...

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কিশোর-কিশোরীদের শেখার প্রতিফলন ইভেন্ট অনুষ্ঠিত

উখিয়ায় কিশোর-কিশোরীদের ক্লাব এবং ফ্যামিলি মেম্বারদের জন্য শেখার প্রতিফলন অনুষ্ঠান আয়োজন করেছে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ...

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ (৩০) ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর তাঁর স্ত্রী ...

উখিয়ায় তরুণ সংবাদকর্মীদের ইফতার আয়োজন   অপসাংবাদিকতা বন্ধে অনৈক্য ভুলে ঐক্যের আহ্বান

উখিয়ায় একঝাঁক তরুণ সংবাদকর্মীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রোববার (১৬ মার্চ) ইনানী সমুদ্রসৈকত-সংলগ্ন এলাকায় ...