প্রকাশিত: ২০/০৯/২০১৭ ৪:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৬ পিএম

উখিয়া নিউজ ডটকম:;
রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও কর্মকান্ড সম্পর্কে গণমাধ্যমে তথ্য সরবরাহ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মিডিয়া সেল গঠন করা হচ্ছে।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫ টার মধ্যে এই মিডিয়া সেল থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রেস ব্রিফিং করা হবে।

বৃহস্পতিবার থেকে এই মিডিয়া সেল কার্যক্রম শুরু করবে বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মামুন-অর-রশীদ জানান।

একইসঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশী সাংবাদিকদের গাইড করার জন্য বিমানবন্দরে একটি হেল্প লাইন চালু করারও তথ্য দেন তিনি।

রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে মামুন-অর-রশীদ বলেন, ‘সময় পরিবর্তনের সাথে সাথে শরণার্থীদের বিভিন্ন চাহিদার বিষয়গুলোও সামনে চলে আসছে। সে সব সমস্যার সমাধান, সুষ্ঠুভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং গণমাধ্যমে সংবাদ সরবরাহের জন্যই এই মিডিয়া সেল।’

সভায় কবির বিন আনোয়ার বলেন, রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে টাইম টু টাইম ফলোআপ বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রধানমন্ত্রীকে জানানো হচ্ছে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা মোতাবেক মেডিকেল টিম গঠন, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন, পয়ঃনিষ্কাশনের জন্য টয়লেট ও খাবারের জন্য ফুড গোডাউন নির্মাণ এবং এতিম শিশুদের চিহ্নিত করে তাদের আলাদা রাখার ব্যবস্থাসহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রোহিঙ্গা পুনর্বাসন নিয়ে যেকোনো প্রকার তথ্য বিভ্রাট এড়ানো এবং সাংবাদিকদের পূর্ণ সহযোগিতার জনই এই মিডিয়া সেল উল্লেখ করে কবির বিন আনোয়ার বৈঠকে আরো বলেন, তথ্য মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা (যুগ্ম সচিব পর্যায়ের), জেলা তথ্য অফিসার এবং পিআইডি’র প্রতিনিধিদের সমন্বয়ে এই মিডিয়া সেল গঠন করা হচ্ছে। যেখানে প্রতিদিন বিকেলে সাংবাদিকদের ব্রিফ করবেন কক্সবাজারের জেলা প্রশাসক।

পাঠকের মতামত

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট, এসিল্যান্ড প্রত্যাহার

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা ...

আলোচিত স্কুলছাত্রী টেকনাফের তাসফিয়া হত্যা: এবার তদন্ত করবে পুলিশ

চট্টগ্রামের আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের ...