প্রকাশিত: ০২/০৭/২০১৭ ৯:৫২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারে ভয়ংকর হয়ে উঠেছে রোহিঙ্গা সন্ত্রাসী। গত একমাসে উপর্যুপুরি খুন, অপহরণ আতংক নিয়ে রোহিঙ্গাদের মধ্যে বিরাজ করছে ভীতিকর পরিবেশ। প্রাণ বাচাঁতে রোহিঙ্গা নেতারা ঘর ছেড়ে নিরাপদ স্থানে রাত কাটাচ্ছে। উখিয়ায় আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় জনপ্রতিনিধি, রোহিঙ্গা নেতা, পুলিশ প্রশাসন ও এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে নির্বাহী কর্মকর্তা রোহিঙ্গা ক্যাম্পে স্বাভাবিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সকলের সহযোগীতা কামনা করেছেন।

রোববার বেলা ১২ টা থেকে শুরু হওয়া এ বৈঠক শেষ হয় বিকেল ৪ টায়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন উপস্থিত জনপ্রতিনিধি ও রোহিঙ্গা নেতাদের ব্যক্তিগত মতামত জানতে চাইলে উঠে আসে রোহিঙ্গা ক্যাম্পের আতংক আলিকান গ্রুপের সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীদের খুন, অপহরণ ও চাঁদাবাজি সহ বিভিন্ন লোমহর্ষক ঘটনার অভিযোগ।

রোহিঙ্গা বস্তি ম্যানেজম্যান্ট কমিটির সহ-সভাপতি সিরাজুল হক ও সেক্রেটারী মোহাম্মদ নুর অভিযোগ করে বলেন, আলিকান গ্রুপের সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা দিনের বেলায় তাদের আস্তানায় অবস্থান নিলেও এদের লেলিয়ে দেওয়া দুর্বৃত্তরা সাধারণ রোহিঙ্গা বেশে ক্যাম্পে অবস্থান করছে। তাই এদের ব্যাপারে খোলামেলা কোন অভিযোগ বা প্রতিবাদ করা সম্ভব হচ্ছে না।

তারা এও বলেন, আলিকান গ্রুপের বিরুদ্ধে মুখ খুললেই তাকে রাতের আধাঁরে ধরে নিয়ে জবাই করে হত্যা করা হচ্ছে। এসময় স্থানীয় ইউপি সদস্য বখতিয়ার আহমদ রোহিঙ্গা ও স্থানীয়দের জীবনের নিরাপত্তার জন্য কুতুপালংয়ে একটি পুলিশ ক্যাম্প স্থাপন ও আলিকন গ্রুপের সদস্যদের নির্মূল করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

রোহিঙ্গা নেতারা জানান, মিয়ানমারের আধুনা বিলুপ্ত বিচ্ছিন্ন ও বিদ্রোহী (আরএসও) রোহিঙ্গা সলিডারেটি অর্গনাইজেশন নামের সংগঠনটি অকার্যকর হলেও সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় রয়েছে। রোহিঙ্গা বস্তি ও নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প কমিটির নেতৃবৃন্দের দাবী আরএসও’র বিকল্প সংগঠন আলিকান গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা ক্যাম্পে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে।

গত এক মাসে সশস্ত্র এ রোহিঙ্গা সন্ত্রাসীরা ক্যাম্পে হামলা চালিয়ে নিবন্ধিত ক্যাম্পে মালয়েশিয়া ফেরত মোহাম্মদ শফি (২৬), আয়ুব মাঝি (৩৫) ও মোহাম্মদ সেলিম (২৫) কে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। উখিয়া থানা পুলিশ মধুর ছড়া জঙ্গল, বালুখালী ও মধুর ছড়া খাল থেকে জবাই করা হা-পা বাঁধা ওই তিনজনের লাশ উদ্ধার করে। এর আগে সন্ত্রাসীরা নিবন্ধিত রোহিঙ্গা মোহাম্মদ রফিক (২৮) কে প্রকাশ্য দিবালোকে ক্যাম্প এলাকায় গুলি করে হত্যা করে।

এ ঘটনায় উখিয়া থানা পুলিশ খাইরুল আমিন নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।

আয়ুব মাঝির স্ত্রী নুর আলকিস সাংবাদিকদের জানান, তার স্বামীকে অপহরণ করতে আসা ১৮/২০ জন সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে মো: জাবের (৩২), মনির আহমদ (২৮), খুইল্ল্যা মিয়া মুন্না (৩২), সেলিম (২৬), কলিমুল্লাহ (২৮), বালুখালী বস্তির মোহাম্মদ ইসলাম (৩৩) ও মোহাম্মদ কালু (৩৫) সহ ৭/৮ জনকে চিহ্নিত করতে পেরেছে। তারা সবাই আলিকান গ্রুপের সদস্য বলে নুর আলকিস দাবী করেন।

সর্বশেষ ২৯ জুন গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে কুতুপালং বস্তি ম্যানেজম্যান্ট কমিটির সভাপতি আবু ছিদ্দিক (৪৫) কে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পেছন থেকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

বস্তি ম্যানেজম্যান্ট কমিটির সেক্রেটারী মোহাম্মদ নুর জানান, আবু ছিদ্দিক সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তাই এখানে ওই সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলছে না।

বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন ছাড়াও কুতুপালং ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম, উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের, ওসি (তদন্ত) মোঃ কায় কিসলু, রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রতœাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান এম, গফুর উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য বখতিয়ার আহমদ, পালংখালী প্যানেল চেয়ারম্যান আবছার উদ্দিন, বিজিবি প্রতিনিধি, এনজিও সংস্থা, আইওএম, শেড, মুক্তি, এমএসএফ হল্যান্ড, ক্যাম্প কমিটির প্রতিনিধি, নেতা ও রোহিঙ্গা মাঝিরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে আমার নামে “সাত হাজার পিস ইয়াবাসহ একজন আসামিকে ক্যাম্পে এনে পরবর্তীতে আর্থিক ...