প্রকাশিত: ২১/১২/২০২১ ৭:১২ পিএম

ইমরান আল মাহমুদ,উখিয়া:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।

মঙ্গলবার(২১ ডিসেম্বর) ভোরে ক্যাম্প-১৪ এর হাকিমপাড়া নুর আলমের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন জানান,মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্ব এপিবিএন সদস্যরা ক্যাম্প-১৪ হাকিমপাড়ায় অভিযান চালিয়ে মৃত আলতাজ মিয়ার ছেলে নুর আলম(৩৫) কে আটক করা হয়। আটক নুর আলমকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার ব্যবহৃত ট্যাংক এর ভিতর থেকে সে ১টি ওয়ান শুটার গান ও ৩ রাউন্ড গুলি বের করে দেয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানা তিনি।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মা’ই’ন বিস্ফোরণে আহত বিজিবির নায়েক আক্তার হোসেনের মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ...

উখিয়া হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত না হলে চিকিৎসা সংকট বাড়বে!

কক্সবাজারের উখিয়া উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্র উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন ও ৫০ শয্যা থেকে ...