প্রকাশিত: ৩০/০৮/২০১৭ ৯:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ করানোর দায়ে ১৫ দালালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭ দিকে অনুপ্রবেশে সহায়তা করার তাদের আটক করা হয়।

আটক দালালদের পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রেরণ করেছে।

উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে বলেন, ‘সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ করাতে স্থানীয় কিছু মানুষ সহায়তা করছে। এদের মধ্যে স্থানীয় অনেকে অর্থের বিনিময়ে আর কিছু আত্মীয়তার কারনে রোহিঙ্গাদের এদেশে ঢোকানোর চেষ্টা করছে। তাদের মধ্যে ১৫জনকে আটক করা হয়েছে।’

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...