প্রকাশিত: ১৮/০১/২০১৭ ৮:৩৮ এএম , আপডেট: ১৮/০১/২০১৭ ১০:০৭ এএম

শহিদুল ইসলাম, উখিয়া ::

বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্র কেনা বেচা, মাদক পাচার, চোরাকারবারি, ডাকাতি, ধর্ষন, ছিনতাই সহ নানা অপরাধের সঙ্গে জড়িত রোহিঙ্গা। আন্তর্জাতিক মুসলিম জঙ্গি সংগঠন গুলো বাংলাদেশের বসবাসরত রোহিঙ্গাদের এ ধরনের সম্পর্ক রয়েছে। মুসলিম জঙ্গি সংগঠন গুলোর কর্মীদের একটা বড় উৎস হলো রোহিঙ্গা। বাংলাদেশ ও থাইল্যান্ডে থাকা রোহিঙ্গাদের আর্ন্তজাতিক মুসলিম জঙ্গি সংগঠন গুলো তাদের জঙ্গিকর্মী হিসেবে সংগ্রহ করছে। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে কক্সবাজারের রামু এবং উখিয়ার বৌদ্ধ বিহার ও বৌদ্ধ পল্লীতে সন্ত্রাসী হামলার সঙ্গে রোহিঙ্গাদের সুষ্পষ্ট জড়িত থাকার অভিযোগ রয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে বাংলাদেশের পাসপার্ট ব্যবহার করে বিদেশ গিয়ে সন্ত্রাসী কর্মকান্ড করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করারও প্রচুর উদাহরণ রয়েছে। বাংলাদেশী পাসপোর্টে বিদেশে পাড়ি দিতে গিয়ে আটক বার্মিজ রোহিঙ্গাদের প্রায় সবাই মিয়ানমারের আরকান প্রদেশের। বাংলাদেশী পরিচয়ে বিদেশ পাড়ি দেওয়ার জন্য তাদের প্রস্তুতি শুরু হয় মিয়ানমারে থাকতে। তারা কথা বলেন, কক্সবাজার অঞ্চলের ভাষায়। শারিরীক গঠন এবং চেহেরা ও এখানকার অধিবাসীদের মতো। এটাকে সুযোগ হিসেবে নিয়ে এ পারের কিছু প্রভাবশালী দালাল অর্থের বিনিময়ে তাদের সৌদি আরব, মালেশিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, আমেরিকা, সংয্ক্তু আরব আমিরাত ও ওমান সহ বিভিন্ন দেশে পাঠায়। নাগরিকত্বা সনদ থেকে করে যাবতীয় কাগজ পত্র যোগাড়, এমনিক পুলিশী তদন্ত রিপোর্ট পর্যন্ত তারা ম্যানেজ করে। রোহিঙ্গারা এভাবে পাসপোর্ট সংগ্রহ করে পাড়ি জমায়। উখিয়া রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, রোহিঙ্গাদের অপকর্মের কারণে এলাকার সুনাম নষ্টের পাশাপাশি দেশেরও দুর্নাম করছে। অচিরেই এদেরকে ফিরিয়ে নেওয়ার দাবী জানান।

পাঠকের মতামত

উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদ চাচি শাশুড়িকে মা বানিয়ে বাংলাদেশি হতে চান রোহিঙ্গা যুবক!

রোহিঙ্গা যুবক সাহাব উদ্দিন (২৪) বিয়ে করেছেন বাংলাদেশি নারী খুরশিদা আক্তারকে। তাদের ঘরে জন্ম নিয়েছে ...

সেন্ট মার্টিনে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে সরকার

সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অংশ হিসেবে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ গ্রহণ ...