উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০২/২০২৩ ৮:৪৪ এএম

রোহিঙ্গারা দিন দিন বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁও কলেজে আয়োজিত বসন্ত উৎসবে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত না পাঠালে সমস্যা বাড়তে থাকবে। যার খেসারত দিতে হবে বাংলাদেশকে।

রোহিঙ্গাদের যাতে কোনো জঙ্গি গোষ্ঠী ব্যবহার না করতে পারে, সেজন্য ক্যাম্পে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে অভিযান শুরু করার কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আসে। ২০১৭ সালের ঘটনার আগেও বাংলাদেশ আরো ৪ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল।

সংশ্লিষ্টরা বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মাত্র কয়েক মাস পর প্রথমধাপে বেশ কিছু রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছিল।

আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তিও করে, কিন্তু প্রত্যাবাসন এখনো শুরু হয়নি। ২০১৯ সালে দুই দফা প্রত্যাবাসন আলোচনা শুরু হয়েছিল, কিন্তু রোহিঙ্গারা রাখাইন রাজ্যের পরিবেশ সম্পর্কে উদ্বেগের কথা জানিয়ে ফিরে যেতে অস্বীকার করেছিল। তারা যাতে নিরাপত্তা, মর্যাদা ও নাগরিক অধিকার নিয়ে দেশে ফিরতে পারে সে ব্যবস্থা করার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয় সব মহল থেকেই।

এর আগে, বাংলাদেশ ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে ৮ লাখ ৩৫ হাজার রোহিঙ্গার একটি তালিকা দিয়েছে। এর মধ্যে মিয়ানমার শুধুমাত্র ৪২ হাজার রোহিঙ্গার নাম যাচাই করে তাদের ফেরত পাঠিয়েছে। তবে তালিকাটি পারিবারিকভাবে হওয়ার কথা থাকলেও মিয়ানমারের পক্ষ থেকে ফেরত পাঠানো তালিকা সম্পূর্ণ নয়।

পাঠকের মতামত

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন উখিয়ার ডাঃ এ.এইচ. সুমন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে কক্সবাজার সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-পেডিক) ডাঃ ...

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...