ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৩/২০২৫ ১০:৩৪ এএম , আপডেট: ২৮/০৩/২০২৫ ১০:৪৭ এএম

বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে চীনের শক্তিশালী ভূমিকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোহিঙ্গা সঙ্কটের ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা এ সময় চীনকে উভয় দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আরো কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানান।

শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠকটি সকাল ১০টা থেকে শুরু হয়। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা তার ভাষণের শুরুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান।

বাংলাদেশে জুলাই বিপ্লবের কথা উল্লেখ করে তিনি বলেন, এই আন্দোলন একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার পথ তৈরি করেছে।

চীনের সাথে দীর্ঘদিনের সম্পর্ক স্মরণ করে অধ্যাপক ইউনুস বলেন, গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার প্রসারে চীনের সাথে তার বিশেষ সংযোগ রয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজ নিজ দেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন।

অধ্যাপক ইউনুস আজ বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়াল-এ চীনের ব্যবসায়ী নেতাদের সাথে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেন।

বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সম্পর্কে চীনা বিনিয়োগকারীদের অবহিত করা এবং দেশটিতে চীনা বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা একই স্থানে তিনটি গোলটেবিল আলোচনায় অংশ নেবেন। সেখানে মূল বিষয়বস্তু হবে- টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ ২.০ : উৎপাদন ও বাজারের সুযোগ এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা ও থ্রি জিরো বিশ্ব।

এই আলোচনায় তিনি বিভিন্ন কোম্পানির সিইও, সামাজিক ব্যবসা ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, বিখ্যাত চীনা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়িক প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন।

প্রধান উপদেষ্টা চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজেও অংশ নেবেন।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা বর্তমানে চার দিনের চীন সফরে রয়েছেন। এই সফরে তার সাথে আছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান, এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় সমস্যা : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ উভয় সংকটে আছে। শুক্রবার (১৮ এপ্রিল) ...

আরো ১২০ টন ত্রাণ নিয়ে ইয়াঙ্গুনে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ

মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্বিতীয় পর্যায়ে মানবিক সহায়তা সামগ্রী নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ...

রোহিঙ্গা সংকট: বাংলাদেশকে অব্যাহত সহায়তার আশ্বাস ইউএনএইচসিআরের

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) বাংলাদেশকে বিশেষ করে রোহিঙ্গা সংকটে অব্যাহত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। ...