প্রকাশিত: ২৯/০১/২০১৭ ৯:১৪ এএম

আহমদ গিয়াস, কক্সবাজার::

রোহিঙ্গাদের ‘বাংলাদেশি অভিবাসী’ সাজাতে নতুন কৌশল গ্রহণ করেছে মিয়ানমার সরকার। নানা সুযোগ-সুবিধা সম্বলিত স্মার্ট কার্ড দেয়ার ঘোষণা দিয়ে রোহিঙ্গাদের ছবি তুলে এখন তাদের হাতে গছিয়ে দেয়া হচ্ছে ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড বা এনভিসি। এই কার্ডে রোহিঙ্গাদেরকে মিয়ানমারে আসা ‘বাংলাদেশী অভিবাসী’ হিসাবে উল্লেখ করা হচ্ছে। সচেতন রোহিঙ্গারা এই কার্ড প্রত্যাখান করলেও অজ্ঞতার কারণে অধিকাংশ রোহিঙ্গা এ কার্ড গ্রহণ করেছে। রোহিঙ্গা নেতারা মনে করেন, তাদেরকে শরণার্থী শিবিরে বন্দী করার জন্য এটি মিয়ানমারের বৌদ্ধবাদী সরকারের সর্বশেষ চক্রান্ত।

১৯৮২ সালের আইনে নাগরিকত্ব হরণের পর রোহিঙ্গারা অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে আসছে এবং ‘বাংলাদেশী অভিবাসী’ পরিচয় প্রত্যাখ্যান করে নিজেদেরকে আদি বাসিন্দা দাবী করে আসছে। দাবী আদায়ের লক্ষ্যে সম্প্রতি রোহিঙ্গারা সশস্ত্র সংগ্রামও শুরু করেছে। কিন্তু তাদের নাগরিকত্ব দেয়ার ব্যাপারে মিয়ানমারের বর্তমান সরকারও যে সামরিক জান্তার পথে হাঁটছে, তা নতুন পরিচয়পত্র বিতরণের মাধ্যমে পরিষ্কার হয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের।

জানা যায়, স্মার্টকার্ড গ্রহণ করলে রোহিঙ্গারা বেশ সুযোগ-সুবিধা পাবে এমন প্রচারণা চালিয়ে তাদেরকে এনভিসি কার্ড গ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে। রোহিঙ্গাদের কাছে সবুজ কার্ড, সাদা কার্ড বা এনভিসি কার্ড নামে পরিচিত এ পরিচয়পত্র আগেও কয়েক দফায় বিলি করা হয়েছে। বর্তমানে বুচিদং জেলায় এই ধরনের স্মার্টকার্ড বিতরণ করা হচ্ছে। জাতীয় পরিচয়পত্র আকারে প্রদত্ত এ ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড বা এনভিসিতে রোহিঙ্গাদের জাতীয়তা ‘বাঙালি’, গোত্র ‘বাংলাদেশী অভিবাসী’ হিসাবে উল্লেখ রয়েছে। এ কারণে সচেতন রোহিঙ্গারা এই কার্ড প্রত্যাখান করে আসছে। তাদের মতে, এ স্মার্টকার্ড বা এনভিসির ৭ নং ও ১০নং পয়েন্টে যে তথ্য উল্লেখ করা হয়েছে তা রোহিঙ্গাদের জাতিসত্তাবিরোধী। ৭ নং পয়েন্টে রোহিঙ্গাদের ভাষা ‘বাংলা’ এবং ১০ নং পয়েন্টে তাদের জাতীয়তা পূর্বে প্রদত্ত কার্ডের মতোই ‘বাঙালী’ বলে উল্লেখ করা হয়। কিন্তু রোহিঙ্গারা তাদের ভাষা ‘রোহিঙ্গা জবান’, জাতীয়তা ‘বার্মিজ আদিবাসী’ এবং জাতিসত্ত্বা ‘রোহিঙ্গা মুসলমান’ উল্লেখ করে মিয়ানমারের অন্যান্য গোত্রের মতোই সমান সুযোগ-সুবিধা দাবী করে আসছে। তবে সরকারের প্রচারণার কৌশল ও রোহিঙ্গাদের অজ্ঞতার কারণে তাদের অধিকাংশই এ কার্ডে নাম অন্তর্ভুক্ত করেছে বলে জানা গেছে। যারা এ কার্ডে নাম অন্তর্ভূক্ত করতে অস্বীকৃতি জানিয়েছে তাদেরকে আটক, এমনকি নির্যাতন করে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। রোহিঙ্গা নেতারা মনে করেন, এ পরিচয়পত্র দেয়ার ঘটনা আকিয়াববা সিতওয়ের মতোই তাদেরকে শরণার্থী শিবিরে বন্দী করার একটি সর্বশেষ চক্রান্ত। মিয়ানমার বিষয়ক বিশ্লেষকদের মতে, মিয়ানমারের সরকার তাদের দেশের ১৩৫টি নৃতাত্ত্বিক গোষ্ঠীকে স্বীকৃতি দিলেও ‘রোহিঙ্গাদের’ কোন স্বীকৃতি দেয়া হয়নি। এমনকি সেদেশের সরকার সামরিক জান্তার মতোই ‘রোহিঙ্গা’ শব্দটি এড়িয়ে চলে। মিয়ানমারে রোহিঙ্গাদেরকে বর্ণবাদী ভাষায় ‘কালা’ বা ‘কালাইয়া’ নামে অভিহিত করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র বা জাতিসংঘ কখনও ‘রোহিঙ্গা’ শব্দ ব্যবহার করে কোন বিবৃতি দিলে সরকারের মদদপুষ্ঠ উগ্রপন্থী বৌদ্ধ ভিক্ষুরা সংশ্লিষ্ট দেশ বা সংস্থার কার্যালয়ের সামনে ‘বিক্ষোভ ও অবরোধের’ ডাক দেয়। সেদেশে বসবাসকারী রোহিঙ্গা মুসলিমদের জাতিসত্ত্বার স্বীকৃতি পাওয়া না গেলেও একই ভাষায় কথা বলা হিন্দুদের ‘ইন্ডিয়ান’ নৃগোষ্ঠীর অন্তর্ভূক্ত করা হয়। রোহিঙ্গারা এপারের মানুষের কাছে ‘বার্মাইয়া’ এবং ওপারের বৌদ্ধবাদী সরকারের কাছে ‘বাঙালী’ বা ‘বাংলাদেশী’ অভিবাসী নামে পরিচিত। বর্তমানে মিয়ানমারে প্রায় ১০ লাখ রোহিঙ্গা মুসলমান রয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে পালিয়ে এসে বাংলাদেশেও অন্তত ৩ লাখ রোহিঙ্গা বাস করছে। যারা আস্তে আস্তে মুল জনগোষ্ঠীর সাথে মিশে যাচ্ছে। তাদের ভাষা ও সংস্কৃতির সাথে চট্টগ্রাম অঞ্চলের মানুষের ভাষা ও সংস্কৃতির অনেকটা সাদৃশ্য থাকায় তারা সহজে বাংলাদেশী জনগোষ্ঠীর সাথে মিশে যাওয়ার সুযোগ পাচ্ছে। সুত্র : অাজাদী

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...

খাদ্য সংকটে সেন্টমার্টিন

হেলাল উদ্দিন সাগর :: বৈরী আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ...