প্রকাশিত: ১২/১২/২০২১ ৭:৫১ এএম

কক্সবাজারের রামুর পেঁচারদ্বীপ এলাকার অপহৃত চার স্কুলছাত্রকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেন্ট মার্টিনে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তাদেরকে অপহরণ করে টেকনাফের গহীন পাহাড়ে নিয়ে যায় দুই রোহিঙ্গা। ঘটনার তিন দিন পর শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনাফের শালবাগান পাহাড়ি এলাকায় র‌্যাব ও এপিবিএন যৌথ অভিযান চালিয়ে তিন স্কুলছাত্রকে উদ্ধার করে। শনিবার (১১ ডিসেম্বর) ভোরে আরেক স্কুলছাত্রকে উদ্ধার করে র‍্যাব।

উদ্ধার ছাত্ররা হচ্ছে- রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেচারদ্বীপের মংলাপাড়া এলাকার মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান নয়ন, জাহিদুল ইসলাম ও মিজানুর রহমান। এ ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনকে আটক করা হয়েছে।

এদিকে চার স্কুলছাত্রকে গহীন পাহাড়ে তিন দিন আটকে রেখে তাদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে রোহিঙ্গারা। নির্যাতনের শিকার স্কুলছাত্ররা ফিরে এসে নির্যাতনের কথা জানিয়েছে।

ওই চার স্কুলছাত্র জানায়, ৭ ডিসেম্বর রোহিঙ্গা জাহাঙ্গীর ও ইব্রাহিমের সঙ্গে তারা টেকনাফের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছানোর পর খাওয়া-দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়ে। সকালে ওঠার পর তাদের একটা বাগানে নিয়ে যায় জাহাঙ্গীর ও ইব্রাহিম। বাগানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মুখোশ পরা ৮-১০ জন লোক আসে। সেখান থেকে তাদের তুলে নেওয়ার পর পরই চোখ বেঁধে ফেলা হয়। মুখসহ পুরো মাথায় মুখোশ পরিয়ে দেয় তারা। অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। কয়েকটি স্থান পরিবর্তন করে অপহরণের পরপরই তাদেরকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। দুইদিন আমাদের হাত ও চোখ বেঁধে মুখোশ পরিয়ে রাখে তারা।

উদ্ধার হওয়া মিজানুর রহমান নয়ন বলে, আমার বাসার পাশের কটেজের জাহাঙ্গীরের সঙ্গে অল্প দিনের পরিচয়। এর মধ্যে পরিকল্পনা হয় আমরা সেন্ট মার্টিন যাব। সেন্ট মার্টিন যাওয়ার জন্য আমরা টেকনাফের একটি হোটেলে আবস্থান করি। পরদিন ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে আমাদের একটি বাগানে নিয়ে যায় জাহাঙ্গীর ও ইব্রাহিম। কয়েকজন লোক এসে আমাদের জোর করে বাগানের ভেতর নিয়ে যায়। এরপরই বাগানের ভেতরে থাকা ব্যক্তিরা আমাদের চোখ বেঁধে মুখোশ পরিয়ে দেয়। এর আধা ঘণ্টা পর অন্য আরেকটি জায়গায় নিয়ে যায় আমাকে। কয়েকটি স্থান বদল করে অজ্ঞাত স্থানে নিয়ে আমাকে চোখ বাঁধা অবস্থায়ই রাখা হয়।

কয়েকটি স্থানে তাদের রাখা হলেও স্থানগুলোর বর্ণনা দিতে পারেননি তারা। চোখ বাঁধা থাকার কারণে স্থানগুলো চিহ্নিত করতে পারেননি বলে জানান তারা

পাঠকের মতামত

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...