প্রকাশিত: ১৬/১১/২০১৬ ৭:৪৬ এএম , আপডেট: ১৬/১১/২০১৬ ৭:৪৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের প্রেক্ষাপটে শত শত রোহিঙ্গা নাফ নদী অতিক্রম করে বাংলাদেশের টেকনাফ ও উখিয়ায় অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। গতকাল মঙ্গলবার ভোরে টেকনাফে অনুপ্রবেশের সময় বিজিবি দুটি নৌকাসহ ৮৬ জন রোহিঙ্গাকে আটক করে। পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
৮৬ রোহিঙ্গাকে আটক ও ফেরত পাঠানোর তথ্যের সত্যতা নিশ্চিত করে ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে টেকনাফ সীমান্তে বিজিবির সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
একই সঙ্গে জলসীমানায় কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের লে. কমান্ডার নাফিউর রহমান। তিনি  বলেন, মিয়ানমারে কোনো নাগরিক সীমানা অতিক্রম করলে তাঁকে আটক করা হবে।

পাঠকের মতামত

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...