প্রকাশিত: ২৯/১০/২০১৭ ৮:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৪২ এএম

উখিয়া নিউজ ডটকম::
মিয়ানমারে বর্বর নির্যাতনের শিকার হয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে আবারও ত্রাণ বিতরণ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান বিশিষ্ট অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ২৯ অক্টোবর রবিবার সকাল ১১টায় নিরাপদ সড়ক চাই ( নিসচা) কেন্দ্রিয় কমিঠির উদ্যোগে ত্রাণ বিতরণ করেন তিনি। উখিয়ার বালুখালী ২নং ত্রাণ বিতরণ কেন্দ্রে ১ হাজার রোহিঙ্গাদের মাঝে চাল, ডালসহ বিভিন্ন ত্রাণ বিতরণ করেন তিনি।

এসময় নিসচা কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান উল হক কামাল, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মইন জয়, কক্সবাজার জেলা সভাপতি পাক্ষিক মেহেদী ও দৈনিক গনসংযোগ প্রধান সম্পাদক মো: জসিম উদ্দীন কিশোর, সিনিয়র সহ সভাপতি মোয়াজ্জেম হোসাইন সাকিল, সহ সভাপতি আমিরুল ইসলাম দুলু, সাধারণ সম্পাদক খলিল উল্লাহ চৌধুরী, সহ সাধারন সম্পাদক ডা: মো: আলমঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মৌলভী ইদ্রিস, দূর্ঘটনা অনুসন্ধান সম্পাদক এম এ মনজুর, কার্যকরী পরিষদ সদস্য ফরিদুল আলম, রুবেল, সংবাদকর্মী মো: রফিক উদ্দিন লিটন, শহীদুল আলম বুলু, শওকত ওসমান, আবু নোমান, নুরুল হোসেন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...