প্রকাশিত: ১৫/০৯/২০১৭ ১:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩১ পিএম

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন রো‌হিঙ্গারা কি আওয়ামী লীগ ও জেলা প্রশাসক‌দের আত্মীয় যে বিএন‌পি তা‌দের ত্রাণ দি‌তে পার‌বে না।’
শুক্রবার সকা‌লে জাতীয় প্রেসক্ল‌া‌বের সাম‌নে রো‌হিঙ্গ‌া‌ গণহত্যা ব‌ন্ধের দাবিতে তা‌রেক জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে আ‌য়ো‌জিত মানববন্ধ‌নে তিনি এসব কথা ব‌লেন।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, ‘আপ‌নি য‌দি স‌ত্যিই ভোটে বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী হন, ত‌বে কেন বিএন‌পির কা‌জে বাধা দেন।

এ সময় তিনি আরো ব‌লেন, ‘আপনারা বল‌ছেন, বিএনপি ত্রাণ দি‌য়ে রাজনী‌তি কর‌তে চায়। আপনারা বোঝেন ক্ষমতা আর লুটপাট। বিএন‌পির ত্রাণ আট‌কে দি‌য়ে‌ছেন। তাতে কিছু আসে যায় না। রো‌হিঙ্গা‌দের আশ্রয়, খাওয়া-দাওয়ায় আমরা আর আপনাদের বিশ্বাস কর‌তে পার‌ছি না।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব‌লেন, ‘১০ টাকা কে‌জি চাল, ঘ‌রে ঘ‌রে চাক‌রি-বিদ্যুৎ, নির‌পেক্ষ নির্বাচন দেবেন—এ ধরনের বিশ্বাস আপনাদের ওপর আর নেই। রো‌হিঙ্গা‌দের জন্য বিএন‌পির ত্রাণও এই সরকার আট‌কে দি‌য়ে‌ছে।’

সর্বদলীয় আলোচনার মাধ্যমে রো‌হিঙ্গা‌ সমস্যার সমাধান ও তাদের আশ্রয়, খাওয়া-দাওয়া, নিরাপত্তা নি‌শ্চিত করারও দা‌বি জানান বিএনপির এই নেতা।

মানববন্ধনে উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলালসহ অনেকেই।
শীর্ষনিউজ

পাঠকের মতামত

রোহিঙ্গা ইস্যু নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার রাজনীতি করেছে: ফারুক

রোহিঙ্গা ইস্যু নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার রাজনীতি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ...

মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুড়ার সেই শিশুটি

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) ...