উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৯/০৪/২০২৩ ৪:১০ এএম

চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা এলাকায় সৌদিয়া বাসের ধাক্কায় হাফেজ রিদুয়ান নামে এক যুবক নিহত হয়েছে।

নিহত রিদুয়ান জোয়ারিয়ানালা ইউনিয়নেরর ঘোনার পাড়ার বাসিন্দা ও জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু বক্কর এর কনিষ্ঠ পুত্র।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টায় টমটমে থাকা হাফেজ রিদুয়ান সৌদিয়া বাসের ধাক্কায় গুরুতর আহত হয়।

মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় তিনি মারা যান। রিদওয়ান জামিয়া দারুল উলুম হাটহাজারীর ইসলামী সাহিত্য বিভাগের ছাত্র ছিলেন। এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসছে।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...