প্রকাশিত: ১৯/০৫/২০১৮ ৩:২২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৮ এএম

উখিয়া নিউজ ডটকম::
বাংলাদেশের দেওয়া ৮ হাজার ৩২ জন রোহিঙ্গার তালিকা থেকে যাচাই-বাছাইকৃত মাত্র ১ হাজার ১০১ জনকে দিয়ে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে চাইছে মিয়ানমার। এছাড়া আগের ধাপে যাচাইকৃত ৭৭৮ জন মুসলিম ও ৪৪৪ জন হিন্দু রোহিঙ্গাকেও ফেরত নেওয়ার আগ্রহ দেখিয়েছে দেশটি। বৃহস্পতিবার ঢাকায় রোহিঙ্গাদের ফেরাতে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) দ্বিতীয় বৈঠকের পর মিয়ানমারের পক্ষ থেকে এই অবস্থান ব্যক্ত করা হয়েছে। মিয়ানমারে গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দুই দেশ প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে মত বিনিময় করেছে। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, মিয়ানমার রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া ধীরগতিতে চালাচ্ছে। বাংলাদেশ চায় মিয়ানমার সরকার যেন রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষাসহ ‘অনুকূল পরিবেশ’ তৈরি করে। অন্যদিকে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর জন্য বাংলাদেশকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের আহ্বান জানিয়েছে মিয়ানমার। এছাড়া বাংলাদেশের ট্রানজিট ক্যাম্পের সমাপ্তি, উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সম্পর্কে রোহিঙ্গাদের মাঝে সচেতনতার প্রচার, যাচাই ফরম দেওয়া প্রভৃতি কাজ করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জেডব্লিউজি এর বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ ন্যাশনাল ভ্যারিফিকেশন কার্ড (এনভিসি) ইস্যুতে বিস্তারিত আলোচনা করে।

সূত্র জানায়, মিয়ানমারে ফিরে যাওয়ার পর রোহিঙ্গাদের দ্রুত এনভিসি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে রাখাইন রাজ্যে তারা চাকরি করতে পারবে এবং নাগরিকত্ব পাবে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক মিয়ানমারের নেপিদো’তে অনুষ্ঠিত হবে। কূটনৈতিক চ্যানেলে সময়সূচি নির্ধারিত হবে।

পাঠকের মতামত

মানবপাচার মামলার চার্জশীট থেকে বাদ যেতে মরিয়া টেকনাফের সাব্বির আহমদ সবুয়া

টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের কায়ুকখালী পাড়ার আলোচিত ইয়াবা ডন ও মানবপাচারকারী সাব্বির আহমদ প্রকাশ সবুয়া ...

কারাগার থেকে বের হয়ে আবারো রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ ও ইয়াবা নিয়ন্ত্রণে নবী হোসেন গ্রুপ

রোহিঙ্গা ক্যাম্পের আলোচিত নবী হোসেন কারাগার থেকে বের হয়ে ফের বেপরোয়া হয়ে উঠেছে। তার বাহিনীর ...

শিবিরের প্যানেলে জায়গা পেয়ে যা বললেন সর্ব মিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ...