প্রকাশিত: ১১/১০/২০১৬ ৭:১৮ এএম

image-3240২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার বিকেলে এ কথা জানালেন চিকিৎসা শিক্ষার পরিচালক অধ্যাপক মো. আবদুর রশীদ।

ফল পাওয়া যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের (http://result.dghs.gov.bd/) ওয়েবসাইটে। পরীক্ষার্থীরা মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন।

গেলো শুক্রবার এমবিবিএসে ভর্তির পরীক্ষা হয়। এবার ৯০ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন করেন। তবে এদিন পরীক্ষায় অংশ নেন ৮৫ হাজার ২০৭ জন।

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবুল কালাম আজাদ জানান, পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ পেয়ে ২৯ হাজার ১৮৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এবারের পরীক্ষায় সর্বোচ্চ ৮৫ দশমিক ৫ নম্বর পেয়েছেন একজন। প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে মেধা তালিকা করা হয়েছে।

এ বছর ৩০টি সরকারি মেডিক্যাল কলেজে ৩ হাজার ২১২ এবং বেসরকারি ৬৪টি কলেজে ৬ হাজার ২০৫ জন ভর্তির সুযোগ পাবেন।

তিনি জানান, এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া ২০ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

এদিকে বিডিএস (ডেন্টাল) কোর্সে দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা হবে ৪ নভেম্বর।

পাঠকের মতামত

র‍্যাগ ডে’র পরিবর্তে নসীহা প্রোগ্রাম করে প্রশংসায় ভাসছে শিক্ষার্থীরা

সম্প্রতি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদায় অনুষ্ঠানে নাচ-গানের মাধ্যমে র‍্যাগ ডে পালনের এক নতুন কালচার চালু ...

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হলেন কক্সবাজারের সন্তান রেজাউল

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন চেয়রাম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল করিম। মঙ্গলবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ...